নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লৎসের সাথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল গতকাল সৌজন্য সাাৎ করেছে।
সাাৎকালে এনসিপির প থেকে যুগ্ম আহ্বায়ক ও পররাষ্ট্র সেল প্রধান সুলতান মোহাম্মদ জাকারিয়া রাষ্ট্রদূতকে স্বাগত জানান। এ ছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ, তাহসিন রিয়াজ, সাইফ মোস্তাফিজ এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ্।
ড. রুডিগার লৎস সাাৎকালে জুলাই গণ-অভ্যুত্থান, চলমান সংস্কার কার্যক্রমের অগ্রগতি, আগামী নির্বাচন এবং নতুন বাংলাদেশ গঠনের পরিকল্পনা নিয়ে বিস্তারিত জানতে আগ্রহ দেখান। এনসিপি নেতারা তাদের নতুন বাংলাদেশের ২৪ দফা ইশতেহার সম্পর্কে বিস্তারিত তথ্য দেন।
সাাৎকালে দুই প জার্মানি-বাংলাদেশের দীর্ঘদিনের ব্যবসায়িক ও রাজনৈতিক সম্পর্ককে আরো শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জার্মানিতে উচ্চশিা গ্রহণে আগ্রহী বাংলাদেশী শিার্থীদের ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করার বিষয়ে এনসিপি নেতারা রাষ্ট্রদূতের কাছে অনুরোধ জানান।
এনসিপির প থেকে আশা প্রকাশ করা হয়, এই ধরনের সংলাপ ও সহযোগিতা দুই দেশের মধ্যে রাজনৈতিক ও শিামূলক সম্পর্ককে আরো সুদৃঢ় করবে। সাাৎটি বন্ধুত্বপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং ভবিষ্যতে দ্বিপীয় সহযোগিতা আরো সম্প্র্রসারণের সম্ভাবনার প্রতিশ্রুতি প্রদান করে।