ক্রীড়া ডেস্ক
অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপে ১৮ বছর পর ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। কলম্বিয়াকে ১-০তে হারিয়ে শিরোপা থেকে এক ম্যাচ দূরে লিওনেল মেসির উত্তরসূরিরা। যুবাদের এই আসরের ছয়বারের চ্যাম্পিয়নদের সামনে সুযোগ আছে রেকর্ডকে আরো সমৃদ্ধ করার। সেই পথে বাধা আফ্রিকার দেশ মরক্কো। একই দিনের অন্য ম্যাচে ফ্রান্সকে টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে হারিয়ে আর্জেন্টিনার সামনে কাতার বিশ্বকাপের চমক জাগানিয়া দেশটি।
চিলির এস্তাদিও ন্যাসিওনাল জুলিও মার্টিনেজ প্রাদানোস স্টেডিয়ামে আর্জেন্টিনার চেয়ে পুরো ম্যাচে বল পজিশনে এগিয়ে ছিল কলম্বিয়া। আর্জেন্টিনার হয়ে ম্যাচে ৭২ মিনিটে একমাত্র গোলটি করেন মাতেও সিলভেত্তি। মেসির কাব সতীর্থ ইন্টার মিয়ামির ১৯ বছর বয়সী উইঙ্গার ক’দিন আগেই খবরে একবার উঠে এসেছিলেন। মিয়ামির ম্যাচে পেনাল্টি পাওয়ার পর মেসি নিজে শট না নিয়ে এগিয়ে দিয়েছিলেন তরুণ এই আর্জেন্টাইন সতীর্থকে। কিন্তু সে দিন পেনাল্টি কাজে লাগাতে না পারলেও এবার আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছেন সিলভেত্তি।
যুব বিশ্বকাপে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল ও স্পেনকে টপকে সেরা হয়ে পরের ধাপে পা রাখে মরক্কো। দলের তৃতীয় গোল রক্ষক একটি শট্ ঠেকিয়ে টাইব্রেকারে জেতান মরক্কোকে।