ইউক্রেনকে হারিয়ে বাংলাদেশের স্বর্ণ

ক্রীড়া ডেস্ক
Printed Edition
স্বর্ণজয়ী বাংলাদেশ ফোরবল নারী দল : সৌজন্য
স্বর্ণজয়ী বাংলাদেশ ফোরবল নারী দল : সৌজন্য

গতবারের মতো এবারো শীতকালীন অলিম্পিক গেমসের ফ্লোরবল ইভেন্টে স্বর্ণ জিতেছে বাংলাদেশ নারী দল। ইতালির তুরিনে গতকাল ফাইনালে ইউক্রেনকে ৪-২ গোলে হারিয়েছে তারা। ফাইনালে বাংলাদেশের চার গোলদাতা স্বর্ণা আক্তার, ফাতেমা আক্তার, ফাবিয়া খাতুন ও তামাল্লিন। এর আগে এই ইভেন্টে বাংলাদেশ সেমিফাইনালে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোকে এবং ভারতকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ইউক্রেন।

বুদ্ধিপ্রতিবন্ধীদের জন্য আয়োজিত স্পেশাল গেমস সামার ও উইন্টারে হয়। ১০২টি দেশের ৩ হাজারেরও বেশি খেলোয়াড় এতে অংশ নিয়েছেন এবারের উইন্টার গেমসে। সামার স্পেশাল অলিম্পিকে বাংলাদেশ প্রতি আসরে অসংখ্য পদক জয়লাভ করে।

বাংলাদেশ দলের দলনেতা হিসেবে আছেন সাবেক ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন শেখ আবুল হাশেম আর উপদলনেতা আরেক জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও সংগঠক কামরুন্নাহার ডানা। দলের উপপ্রধান কামরুন্নাহার এমন সাফল্যের পেছনে সবার অবদানকে তুলে ধরে বলেন, ‘বাংলাদেশ দলের খেলোয়াড়দের অক্লান্ত পরিশ্রমে এমন সাফল্য এসেছে। এ ছাড়া হেড কোচ রাজু ও সহকারী কোচ বিউটিসহ দলের সবাই পরিশ্রম করেছে। ডেলিগেশনে যারা ছিল তাদেরও নির্দেশনা ছিল। সবার দোয়ায় এমন সাফল্য এসেছে।’