বীজ ধান কাটা কর্মসূচি উদ্বোধন করলেন বাকৃবি ভিসি

Printed Edition

বাকৃবি প্রতিনিধি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আমন বীজ ধান কর্তন-২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া মিনি ট্রাক্টরের মাধ্যমে ধান কেটে ‘ওই বীজ ধান কর্তনের কর্মসূচি উদ্বোধন করেন।

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের খামার ব্যবস্থাপনা শাখায় প্রোগ্রামটি আয়োজিত হয়।

অনুষ্ঠানে বাকৃবির প্রধান খামার তত্ত্বাবধায়ক মো: জিয়াউর রহমানের সার্বিক সহযোগিতায় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো: শহীদুল হক, কোষাধ্য (চলতি দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. মো: হুমায়ুন কবির, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জিএম মুজিবুর রহমান, সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ, রেজিস্ট্রার ড. মো: হেলাল উদ্দীন, প্রক্টর অধ্যাপক ড. মো: আবদুল আলীম।