গার্সিয়ার হ্যাটট্রিক

ক্রীড়া ডেস্ক
Printed Edition

চোটের কারণে গত পরশু একাদশের বাইরে ছিলেন কিলিয়ান এমবাপ্পে। ফরাসি ফরোয়ার্ডের অনুপস্থিতিতেও নতুন বছরে চমৎকার শুরু করল রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ লা লিগায় আগে কখনো গোলের দেখা না পেলেও এবার প্রথমবারই হ্যাটট্রিক করলেন গঞ্জালো গার্সিয়া। ক্যারিয়ারে তার প্রথম হ্যাটট্রিকে ভর করে রিয়াল বেটিসকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। অন্য দুই গোল রাউল আসেনসিও ও ফ্রান গার্সিয়ার। ইংলিশ লিগে ম্যানচেস্টা সিটি ১-১ গোলে ড্র করেছে চেলসির সাথে। আর লিভারপুলকে ২-২ গোলে রুখে দিয়েছে ফুলহ্যাম।