সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন মিরসরাই দরবার শরিফের পীর, আন্তর্জাতিক মুফাসসিরে কুরআন এবং বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের সহসভাপতি আল্লামা আব্দুল মোমেন নাছেরী।
বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তার আপোষহীন নেতৃত্ব বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার আদায় এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।’
তিনি আরো বলেন, ‘আধিপত্যবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে তার ভূমিকা জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে। জাতির এই ক্লান্তিলগ্নে তার নেতৃত্ব বড়ই প্রয়োজন ছিল। আজ তার ইন্তেকালে শোক প্রকাশ করার মতো ভাষা আমার জানা নেই।’
আল্লামা আব্দুল মোমেন নাছেরী মরহুমার রূহের মাগফিরাত কামনা করে বলেন, ‘মহান আল্লাহ তায়ালা তাকে ক্ষমা করে জান্নাতের মেহমান বানান।’ একই সাথে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করেন যেন তিনি এ কঠিন সময়ে তাদের ধৈর্য ধারণের তৌফিক দান করেন। বিজ্ঞপ্তি।



