নি ত্যো প ন্যা স

ঘটন-অঘটন সুন্দরবন

Printed Edition
ঘটন-অঘটন সুন্দরবন
ঘটন-অঘটন সুন্দরবন

প্রিন্স আশরাফ

একশ’ সাতান্ন.

‘ক্যাজি কের? নিজির কাজে গিলাম। এহন উগির খুঁজতি যাতিছি।’

নাভিদ নৌকার পাশ থেকে ইনতাজ আলীকে বলল, ‘বলো যে ওদেরকে কোনো দিকে যেতে দেখেছে কিনা?’

ইনতাজ আলী জিজ্ঞেস করল, ‘উরা কোনদির গেছে বলতি পারো? তালি তাড়াতাড়ি দেহা করতি পারতাম। এই সাবেরা উগির সাথে দেহা করবে।’

‘সাবেরা কী কাজ করতি আয়িছে? বেড়াবার আসিনি?

‘না। এই উগির সাথে এট্টু ব্যবসাপাতির কাজে। তুমি তো জানোই উগির কিয়ের ব্যবসা।’

‘অত জেনি আমার লাভ নেই বাপু। জেলে মানুষ মাছ মেরি খাই। জাহাজের খোঁজে কাজ কী?’

‘উগির সাথে তুমাগির কুন জাগায় দেহা হইল? এহানে?’

যতিন মাঝি দুদিকে মাথা নেড়ে বলল, ‘উঁহু। দুবলারচরের দিকি মাছ ধরতি গিলাম। ওদির দিয়ে গেল দেখলাম।’

আরো কিছু পরিচিত কথাবার্তা হলো। মাছের দরদাম তেমন হলো না। (চলবে)