চট্টগ্রাম বন্দরে ৪৮ বছরের রেকর্ড ভঙ্গ কনটেইনার হ্যান্ডলিংয়ে

আগের অর্থবছরের তুলনায় এ সংখ্যা সোয়া লাখ টিইই্উএস বেশি।

নূরুল মোস্তফা কাজী, চট্টগ্রাম ব্যুরো
Printed Edition
চট্টগ্রাম বন্দরে ৪৮ বছরের রেকর্ড ভঙ্গ কনটেইনার হ্যান্ডলিংয়ে
চট্টগ্রাম বন্দরে ৪৮ বছরের রেকর্ড ভঙ্গ কনটেইনার হ্যান্ডলিংয়ে

কনটেইনার হ্যান্ডলিংয়ের বিগত ৪৮ বছরের রেকর্ড ভেঙে সদ্যসমাপ্ত অর্থবছরে চট্টগ্রাম বন্দর প্রায় ৩৩ লাখ টিইইউএস (২০ ফুট একক) কনটেইনার হ্যান্ডলিং করেছে। আগের অর্থবছরের তুলনায় এ সংখ্যা সোয়া লাখ টিইই্উএস বেশি।

বন্দর সূত্র জানিয়েছে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৪-২০২৫ অর্থবছরে কনটেইনার হ্যান্ডলিংয়ে অনন্য রেকর্ড অর্জন করেছে। বছরব্যাপী নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জের মধ্যেও দেশের অর্থনীতির লাইফ লাইন খ্যাত চট্টগ্রাম বন্দর কনটেইনার হ্যান্ডলিংয়ে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। জুলাই গণ-অভ্যুত্থান, দীর্ঘস্থায়ী বন্যা, দুই ঈদের দীর্ঘ ছুটি, কাস্টমসের কলম বিরতি, সাম্প্রতিক এনবিআর শাটডাউন, পরিবহন ধর্মঘট ইত্যাদি প্রতিকূল পরিস্থিতির কারণে চট্টগ্রাম বন্দরের হ্যান্ডলিং কার্যক্রম প্রায় দুই মাসের মতো বাধাগ্রস্ত হয়। তবে বন্দর কর্তৃপক্ষ সব বাধা বিপত্তি উপেক্ষা করে বিগত অর্থবছরের তুলনায় আরো অধিক সংখ্যক কনটেইনার হ্যান্ডলিং করেছে।

সূত্র জানায়, চলতি অর্থবছর শেষে বন্দরে কনটেইনার হ্যান্ডলিং করা হয়েছে ৩২ লাখ ৯৬ হাজার ৬৭ টিইইউস যা বিগত অর্থবছরের তুলনায় এক লাখ ২৭ হাজার ৩৭৭ টিইইউস বেশি। এ ছাড়া একই সময়ে কার্গো হ্যান্ডলিং হয়েছে ১৩ কোটি সাত লাখ ২৪ হাজার ৭৮৩ লাখ মেট্রিক টন। সূত্রমতে, সদ্যসমাপ্ত অর্থবছরে চট্টগ্রাম বন্দরে আগত জাহাজের সংখ্যা ছিল চার হাজার ৭৭টি।

বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক নয়া দিগন্তকে জানিয়েছেন, এ সাফল্যের মূলে রয়েছে নৌপরিবহন উপদেষ্টার নির্দেশনা, নৌপরিবহন মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতা এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বোর্ডের সদস্যদের নিরলস তদারকি ও বন্দরের কর্মকর্তা-কর্মচারীদের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টা। এ ছাড়াও বন্দরের অটোমেশান সার্ভিস সুবিধা, ই-গেট পাস চালু, কনটেইনার অপারেটিং সিস্টেম আধুনিকায়নসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নও এ সাফল্যের উল্লেখযোগ্য অংশ। অর্থবছরের শেষের ২-৩ দিন এনবিআরে শাটডাউন কর্মসূচি না থাকলে কনটেইনার হ্যান্ডলিংয়ের সংখ্যা ৩.৩ মিলিয়নের ঘরে ঠেকত বলে তিনি জানান।

প্রসঙ্গত, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৩-২০২৪ অর্থবছরে ৩১ লাখ ৬৮ হাজার ৬৯০ টিইইউস ও ২০২২-২০২৩ অর্থবছরের ৩০ লাখ সাত হাজার ৩৭৫ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং করেছিল।