ঢাবি ক্যাম্পাসে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং বসাল মেঘনা গ্রুপ

Printed Edition
ঢাবি ক্যাম্পাসে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং বসাল মেঘনা গ্রুপ
ঢাবি ক্যাম্পাসে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং বসাল মেঘনা গ্রুপ

দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) জনপ্রিয় ব্র্যান্ড ‘ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন’ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডিপার্টমেন্ট অব উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ (ডব্লিউজিএস) ক্যাম্পাসে জ্ঞান চর্চা এবং সামাজিক পরিবর্তন নিয়ে আসতে যৌথভাবে কর্মসূচি গ্রহণ করেছে। মেনস্ট্রুয়াল হাইজিন সম্পর্কে সচেতনতা কর্মসূচির অংশ হিসেবে ফ্রেশ অনন্যা ঢাবি ক্যাম্পাসে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করেছে। সেইসাথে ফ্রেশ অনন্যা এবং ডিপার্টমেন্ট অব উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ যৌথভাবে ক্যাম্পাসের প্রফেসর মোজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে ‘মেনস্ট্রুয়াল হাইজিন অ্যান্ড হেলথ অ্যাওয়েরনেস প্রোগ্রাম’ শীর্ষক একটি সেমিনার আয়োজন করে।

সেমিনারে ডব্লিউজিএসের চেয়ারপারসন ও অ্যাসোসিয়েট প্রফেসর ড. সাবিহা ইয়াসমিন রোজি এবং প্রফেসর ড. সানজিদা আখতার, কলা অনুষদের ডিন প্রফেসর ড. ছিদ্দিকুর রহমান খান, এমজিআই ডিরেক্টর ব্যারিস্টার তাসনিম মোস্তফা বক্তব্য রাখেন। বিজ্ঞপ্তি