নাসা গ্রুপের নজরুল ও দেশ টিভির আরিফ নতুন মামলায় গ্রেফতার

Printed Edition

আদালত প্রতিবেদক

জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর গুলশান এলাকায় নিহত কামাল হোসেন ওরফে সবুজ হত্যা মামলায় নাসা গ্রুপের সাবেক প্রধান নজরুল ইসলাম মজুমদারকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। একই সাথে কোতোয়ালি থানার পৃথক মামলায় দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানকেও সন্দেহাতীত আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে।

সোমবার পুলিশের আবেদনে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো: জুয়েল রানা এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, গত ২৮ ও ৩০ অক্টোবর নজরুল ইসলাম ও আরিফ হাসানকে গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তারা।

আরিফ হাসানের মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, জুলাই আন্দোলন চলাকালে গত বছরের ৫ আগস্ট কোতোয়ালী থানার সিএমএম কোর্ট এলাকায় রোফায়েদ হাসানসহ ২৫-৩০ জন আন্দোলনে অংশ নেন। বিক্ষোভ চলাকালে গুলিবিদ্ধ হয়ে রোফায়েদ মাটিতে লুটিয়ে পড়েন। পরে সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসাশেষে বাসায় পাঠানো হয়। এখনো তিনি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ। এ ঘটনায় গত বছরের ১৪ নভেম্বর ভুক্তভোগীর পক্ষে মো: নয়ন হোসেন কোতোয়ালি থানায় মামলা করেন।

অন্যদিকে নজরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলায় উল্লেখ করা হয়, জুলাই আন্দোলনের সময় গত বছরের ১৯ জুলাই গুলশান থানার শাহজাদপুর বাটার গলি এলাকায় আন্দোলনে অংশ নেন কামাল হোসেন ওরফে সবুজ (৪০)। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এ ঘটনায় এ বছরের ৭ জুলাই গুলশান থানায় মামলা দায়ের করা হয়।

উল্লেখ্য, গত ১ অক্টোবর রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে নজরুল ইসলাম মজুমদারকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। আরিফ হাসানকে গত বছরের ১৬ নভেম্বর রাতে বিদেশ যাওয়ার সময় সন্দেহজনকভাবে আটক করে ইমিগ্রেশন পুলিশ।

পরে বিমানবন্দর থানা পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এরপর থেকে তারা দুজনই কারাগারে রয়েছেন।