ব্রিটেনের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মাননা বাফটা চলচ্চিত্র পুরস্কারের মনোনয়নে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও। রাজনৈতিক থ্রিলারধর্মী চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’-এ একজন সাবেক বিপ্লবীর চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেতা বিভাগে মনোনীত হয়েছেন। বাফটার ইতিহাসে এই নিয়ে সপ্তমবারের মতো সেরা অভিনেতা শাখায় মনোনয়ন পেলেন তিনি, যা তাকে মাইকেল কেইন, ড্যানিয়েল ডে-লুইস, ডাস্টিন হফম্যান এবং লরেন্স অলিভিয়ারের মতো কিংবদন্তিদের সারিতে বসিয়েছে।
বৃহস্পতিবার ঘোষিত তালিকায় ১৪টি মনোনয়ন নিয়ে এককভাবে আধিপত্য বিস্তার করছে পল টমাস অ্যান্ডারসন পরিচালিত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। এর ঠিক পরেই ১৩টি মনোনয়ন নিয়ে শক্ত অবস্থানে রয়েছে রায়ান কুগলারের ভ্যাম্পায়ার থ্রিলার ‘সিনার্স’। তবে মনোনয়নের সংখ্যার দিক থেকে ১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত ‘গান্ধী’ চলচ্চিত্রের ১৬টি মনোনয়নের ঐতিহাসিক রেকর্ডটি এখনো কেউ ভাঙতে পারেনি।
এবারের মনোনয়নে বিশেষ গুরুত্ব পেয়েছে নারী নির্মাতাদের কাজ। উইলিয়াম শেক্সপিয়রের পারিবারিক শোকের আখ্যান নিয়ে নির্মিত ‘হ্যামনেট’ চলচ্চিত্রটি ১১টি বিভাগে মনোনীত হয়েছে। এর পরিচালক ক্লোয়ি জাও বাফটার ইতিহাসে কোনো নারী পরিচালক হিসেবে একটি চলচ্চিত্রের জন্য সর্বোচ্চ মনোনয়ন পাওয়ার নতুন রেকর্ড গড়েছেন। পুরো তালিকায় থাকা ৪৬টি চলচ্চিত্রের এক-চতুর্থাংশের বেশি ছবি পরিচালনা করেছেন নারীরা। ‘হ্যামনেট’-এর পাশাপাশি টেবিল টেনিস খেলোয়াড়ের জীবন নিয়ে নির্মিত ‘মার্টি সুপ্রিম’ চলচ্চিত্রটিও ১১টি মনোনয়ন পেয়ে প্রতিযোগিতায় নিজেদের শক্ত অবস্থান জানান দিয়েছে।
সেরা অভিনেতা বিভাগে ডিক্যাপ্রিওর সাথে হাড্ডাহাড্ডি লড়াই হবে মাইকেল বি. জর্ডান এবং টিমোতি শালামের। অন্যদিকে সেরা অভিনেত্রী বিভাগে জেসি বাকলি ও এমা স্টোনের মতো প্রতিষ্ঠিত তারকাদের পাশাপাশি নজর কেড়েছেন নবাগত চেস ইনফিনিটি। যদিও চেস অস্কারের মনোনয়নে জায়গা পাননি, তবে বাফটা তাকে যোগ্য সম্মান দিয়েছে। এ ছাড়াও পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য শন পেন, বেনিসিও দেল তোরো এবং পল মেসকালের মতো অভিনেতারা মনোনয়ন তালিকায় রয়েছেন।
আন্তর্জাতিক বিভাগে নরওয়ের পারিবারিক ড্রামা ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ আটটি মনোনয়ন পেয়ে সবাইকে চমকে দিয়েছে। অ-ইংরেজি ভাষার চলচ্চিত্র বিভাগে এই ছবির প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছে ব্রাজিল, ইরান, ফ্রান্স ও তিউনিসিয়ার চলচ্চিত্রগুলো। কারিগরি দিকে বিশেষ দক্ষতা দেখিয়ে আটটি মনোনয়ন পেয়েছে কালজয়ী গল্পের নতুন সংস্করণ ‘ফ্রাঙ্কেনস্টাইন’। অন্যদিকে হলিউড তারকা ব্র্যাড পিট প্রযোজিত রেসিং বিষয়ক ছবি ‘এফ-১’ তিনটি মনোনয়ন পেলেও তা কেবল কারিগরি বিভাগেই সীমাবদ্ধ রয়েছে।
বিস্ময়করভাবে বাদ পড়েছে গত বছরের বহুল আলোচিত এনিমেটেড চলচ্চিত্র ‘কেপপ ডিমন হান্টার্স’। এটি ইন্টারনেটে ব্যাপক সাড়া ফেললেও প্রেক্ষাগৃহে মুক্তি না পাওয়ায় বাফটার নিয়ম অনুযায়ী অযোগ্য বিবেচিত হয়েছে। আগামী ২২ ফেব্রুয়ারি লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল মিলনায়তনে আট হাজার ৩০০ ভোটারের রায়ে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেয়া হবে। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে থাকবেন জনপ্রিয় অভিনেতা ও উপস্থাপক অ্যালান কামিং।



