ময়মনসিংহ মৃত তরুণীকে ধর্ষণ যুবক গ্রেফতার

Printed Edition

ময়মনসিংহ অফিস

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের মর্গে মৃত এক যুবতীকে ধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের নাম আবু সাঈদ (১৯)। সে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার খন্দকপাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে এবং হালুয়াঘাট থানা পুলিশের লাশবাহক হিসেবে কাজ করত।

পুলিশ জানায়, রোববার হালুয়াঘাট উপজেলার ঘোষবেড় গ্রামে ২০ বছর বয়সী এক যুবতী আত্মহত্যা করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। সোমবার দুপুরে লাশটি মর্গে রাখার দায়িত্বে ছিলেন লাশবাহক আবু সাঈদ। এ সময় মর্গে অন্য কেউ না থাকায় সুযোগে মৃত যুবতীকে ধর্ষণ করেন তিনি।

পরদিন ময়নাতদন্তকারী চিকিৎসক মৃতদেহের যৌনাঙ্গে তাজা বীর্যের উপস্থিতি পান এবং বিষয়টি হালুয়াঘাট থানা পুলিশকে জানান। এতে সন্দেহ দেখা দিলে এসআই জামাল মিয়া তদন্ত শুরু করেন। পরে গোপন সূত্রে তথ্য পেয়ে মঙ্গলবার হালুয়াঘাট পৌর পাঠাগার মোড় থেকে আবু সাঈদকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের কথা স্বীকার করে।

কোতোয়ালি মডেল থানার ওসি শিবিরুল ইসলাম জানান, হালুয়াঘাট থানার এসআই জামাল মিয়া বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। বুধবার সাঈদকে আদালতে হাজির করলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। পরে তাকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

এ দিকে এই অমানবিক ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ােভ ও নিন্দার সৃষ্টি হয়েছে। তারা এমন জঘন্য অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। মমেক হাসপাতালের এক কর্মকর্তা বলেন, মর্গের নিরাপত্তা ও কর্মীদের তদারকি আরো জোরদার করা জরুরি, নইলে এমন ঘটনা আবার ঘটতে পারে।