নিবন্ধন পেল লেবার পার্টি প্রতীক ‘আনারস’

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

হাইকোর্টের আদেশে ‘বাংলাদেশ লেবার পার্টিকে’ রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রতীক হিসেবে দলটি ‘আনারস’ পেয়েছে।

গতকাল বৃহস্পতিবার ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ লেবার পার্টির চেয়ারম্যান ডা: মোস্তাফিজুর রহমান ইরানের হাতে আনুষ্ঠানিকভাবে দলের নিবন্ধন সনদ তুলে দেন।

সনদে বলা হয়, দ্য রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২ এর পরিচ্ছেদ ঠ ও অ এর বিধান অনুযায়ী গত ২৯ মে হাইকোর্ট বিভাগের রায় ও আদেশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ লেবার পার্টিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে।

এর আগে, ২০২৩ সালের সেপ্টেম্বরে দল হিসেবে নিবন্ধনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন মোস্তাফিজুর রহমান ইরান। সেই রিটের শুনানি নিয়ে গত বছরের ৫ নভেম্বর রুল জারি করেন আদালত। রুলে লেবার পার্টিকে কেন নিবন্ধন দেয়া হবে না তা জানতে চাওয়া হয়।

এরপর রুলের ওপর শুনানি শেষে চলতি বছরের ২৯ মে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ লেবার পার্টিকে এক মাসের মধ্যে নিবন্ধন দেয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। অবশেষে রায়ের প্রায় চার মাস পর লেবার পার্টিকে নিবন্ধন দিল নির্বাচন কমিশন।

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা: মোস্তাফিজুর রহমান ইরান জানান, লেবার পার্টি আন্দোলন সংগ্রাম ও রাজপথে সক্রিয় রাজনৈতিক দল। আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লেবার পার্টি সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানে লেবার পার্টির দু’জন শাহাদত বরণ ও অসংখ্য নেতাকর্মী আহত হয়েছেন। দীর্ঘ ১৭ বছরে হামলা মামলা নির্যাতন নিপীড়ন গ্রেফতার ও আওয়ামী ফ্যাসিবাদের দুঃশাসন আমরা সাহসিকতার সাথে মোকাবেলা করেছি।

তিনি জানান, লেবার পার্টিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন থেকে বঞ্চিত করা হয়েছে। আমরা আদালতে দীর্ঘ শুনানির মাধ্যমে ন্যায় বিচার পেয়েছি। কমিশন আজ বাংলাদেশ লেবার পার্টিকে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন সার্টিফিকেট ও দলীয় প্রতীক দিয়েছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য শিগগিরই বাংলাদেশ লেবার পার্টি প্রাথমিকভাবে ১০০ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করবে, ইনশাআল্লাহ।