মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক পাঁচ বারের এমপি ও মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারনায় না নামলেও গত শুক্রবার দুটি মাহফিলে বক্তব্য রেখেছেন।
মুরাদনগর মুজাফফর-উল উলুম মাদরাসার খতমে বুখারী ও সোনাকান্দা দারুল হুদা কমপ্লেক্সের বার্ষিক মাহফিলে বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন- ‘আল্লাহর অশেষ দয়ায় আজ এক যুগেরও বেশি সময়ের পর আপনাদের সামনে আসার এবং কথা বলার সুযোগ পেয়েছি।’
আওয়ামী লীগের আমলের নির্যাতনের চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘আওয়ামী লীগের এত জুলুম নির্যাতনের পর যখন দেশে ফিরলাম তখন থেকেই একটা পক্ষ আমার বিরুদ্ধে অপপ্রচার আর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আওয়ামী লীগের মত এরাও আমাদের উপর জুলুম শুরু করেছে। আমি দেশের বাহিরে যেতে বাধ্য হয়েছি এবং সেখানে রাজনৈতিক জুলুমের কারনে নাগরিকত্ব নিয়েছি। আল্লাহর রহমতে যখন দেশে ফিরেছি আমি নাগরিকত্ব বাতিল করেছি। সর্বশেষ তুরস্ক গেলাম বাংলাদেশের পাসপোর্ট দিয়ে। অথচ ওরা আমার বিরুদ্ধে মিথ্যাচার করেই ক্ষ্যন্ত হয়নি ওরা নির্বাচন কমিশনে আপিল করেছে আমার প্রার্থীতা বাতিলের জন্য। কিন্তু আল্লাহর রহমতে আমার প্রার্থীতা বাতিল করতে পারেনি। এখন আবার হাইকোর্টে রিট করেছে। আমার উপর এই জুলুমের বিচার আল্লাহ করবেন।’
কায়কোবাদ বলেন, ‘আমি ৫ বার এমপি ছিলাম। এই মুরাদনগরের রাস্তাঘাট ব্রিজ কালভার্ট আল্লাহ আমার হাত দিয়েই করিয়েছেন। তরুনদের নিয়ে আমার পরিকল্পনা আছে। আল্লাহ সুযোগ দিলে মুরাদনগরকে নতুন করে ঢেলে সাজাব ইনশাআল্লাহ।
এই মাহফিলে ছাড়াও তিনি দিনভর কর্মসূচিতে কেন্দ্রীয় ছাত্রদলের প্রতিনিধি দল তার সাথে সাক্ষাৎ করেন এবং তার ধানের শীষের পক্ষে ভোট দিতে সবাইকে আহবান জানান।



