রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্কুলশিক্ষার্থীকে জিম্মি করে দিনে দুপুরে ডাকাত দল ১০ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে। গত সোমবার দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভা কার্যালয়ের পাশে ডাকাতির এ ঘটনা ঘটে। এই ঘটনায় গতকাল মঙ্গলবার সকালে আব্দুর রশিদ বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
কাঞ্চন ভারত চন্দ্র উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ তমো জানান, তার পিতা আব্দুর রশিদ ভোলাবো ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত ওমেদার। তার নানা বাড়ির ওয়ারিশ সূত্রে পাওয়া জমি বিক্রির ১০ লাখ টাকা ও তার মায়ের ব্যবহৃত ১০ ভরি স্বর্ণ বাসায় ছিল। সোমবার তার মা ও বোন হাসপাতালে থাকাকালীন বাড়িতে তমো একা থাকায় ডাকাত দল বাড়িতে প্রবেশ করে তমোর হাত পা মুখ বেঁধে মালামল ও টাকা লুটে নেয়।



