ক্রীড়া ডেস্ক
বড় ম্যাচ মানেই উত্তেজনা আর রেকর্ডের ছড়াছড়ি। ব্যতিক্রম ছিল না নারী বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার মাচটিও। প্রথমে ব্যাট করে ফিবি লিচফিল্ডের রেকর্ড গড়া প্রথম সেঞ্চুরিতে ৩৩৮ রানের বিশাল স্কোর দাঁড় করায় অসিরা। জবাবে ব্যাট করতে নেমে জেমিমা রদ্রিগেজের রেকর্ড ১২৭ রানে ভর করে ৯ বল বাকি থাকতেই জয় তুলে ফাইনালে নাম লেখায় ভারত। যেটি নারীদের ওয়ানডেতে ভারতের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রান। এর আগে সর্বোচ্চ ইনিংসের রেকর্ডটি ছিল ১২৫ রান করা স্মৃতি মান্ধানার।
এবারের নারী বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারতের দেয়া ৩৩১ রানের লক্ষ্য তাড়া করে জিতে ইতিহাস গড়েছিল অসি মেয়েরা। সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছে ভারতীয় নারী ক্রিকেট দল। এ ম্যাচের আগে সর্বোচ্চ ২৬৪ রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল টিম ইন্ডিয়ার।
এ ম্যাচে ব্যাট করতে নেমে অসি ব্যাটার লিচফিল্ড ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরিটি পূর্ণ করেছেন মাত্র ৭৭ বলে। ১১৯ রান করে থামেন তিনি। এর আগে ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯০ বলে সেঞ্চুরি করেছিলেন ভারতের সাবেক অধিনায়ক হারমানপ্রিত কাউর। এবার লিচফিল্ড দ্রুততম সেঞ্চুরি করে হারমানপ্রিতকে পেছনে ফেলেন। লিচফিল্ড সেঞ্চুরি করেছেন ২২ বছর ১৯৫ দিন বয়সে। যা তাকে সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে সেঞ্চুরি করার রেকর্ড বসিয়ে দিয়েছে। তিনি পেছনে ফেলেন ভারতের সাবেক ব্যাটার মিতালি রাজকে। শ্রীলঙ্কার বিপক্ষে ২৩ বছর ৩২ দিন বয়সে সর্বকনিষ্ঠ নারী ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করছিলেন মিতালি।
ছেলেদের ম্যাচে এর আগে দু’বার ৩০০ রান তাড়া করে জয়ী হওয়ার রেকর্ড ভারতের থাকলেও মেয়েদের ম্যাচে ৩০০ তাড়া করে জয়- এটিই প্রথম।
নারী বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ফাইনালে উঠার লড়াইয়ে গত পরশু অস্ট্রেলিয়াকে হারিয়েছে ভারত। যার ফলে নারী বিশ্বকাপে এই প্রথম অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে ছাড়া অনুষ্ঠিত হবে ফাইনাল।



