জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ভূমিধস বিজয় লাভ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল। ভিপি, জিএস, এজিএস-সহ সম্পাদকীয় পদের ১১টা পদের মধ্যে আটটি পদেই বিপুল ভোটে বিজয় লাভ করেছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা।
সহসভাপতি পদে মো: রিয়াজুল ইসলাম পেয়েছেন পাঁচ হাজার ৫৬৪ ভোট, তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন চার হাজার ৬৮৮ ভোট। ৮৭৬ ভোটের ব্যবধানে জয়ী হন রিয়াজুল ইসলাম।
সাধারণ সম্পাদক পদে শিবির সমর্থিত প্রার্থী আব্দুল আলিম আরিফ পেয়েছেন পাঁচ হাজার ৪৭০ ভোট। তার প্রতিদ্বন্দ্বী খাদিজাতুল কুবরা (ছাত্রদল) পেয়েছেন দুই হাজার ২০৩ ভোট। এ পদে শিবিরের ব্যবধান দাঁড়িয়েছে তিন হাজার ২৬৭ ভোট।
সহসাধারণ সম্পাদক পদে মাসুদ রানা পেয়েছেন পাঁচ হাজার দুই ভোট, আর ছাত্রদল সমর্থিত প্রার্থী বি এম আতিকুর তানজিল পেয়েছেন তিন হাজার ৯৪৪ ভোট। এক হাজার ৫৮ ভোটের ব্যবধানে এ পদেও বিজয়ী হন শিবির সমর্থিত প্রার্থী।
এ ছাড়া মুক্তিযোদ্ধা ও গণতন্ত্র সম্পাদক পদে নুর নবী, শিক্ষা ও গবেষণা পদে ইব্রাহিম খলিল, বিজ্ঞান ও প্রযুক্তি পদে মোছা: সুখীমন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে নূর মোহাম্মদ, আইন ও মানবাধিকার সম্পাদক পদে হাবীব মোহাম্মদ ফারুক, আন্তর্জাতিক সম্পাদক পদে নওশীন নাওয়ার জয়া, ক্রীড়া সম্পাদক পদে জর্জিজ, সমাজসেবা এবং শিক্ষার্থীকল্যাণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান জয় লাভ করেন।
নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়ায় শিবির সমর্থিত প্যানেলের নেতারা জানান, এই ফলাফল শিক্ষার্থীদের আস্থার প্রতিফলন। অন্য দিকে পরাজিত প্যানেলের পক্ষ থেকে কিছু কেন্দ্রে অনিয়মের অভিযোগ তোলা হয়েছে বলে জানা গেছে। নির্বাচনকে ঘিরে দিনভর ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে এবং ফল ঘোষণার পর শিবির সমর্থিত নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।



