টিকটক প্ল্যাটফর্মে নানা ধরনের শিক্ষামূলক কনটেন্টের দেখা মিলবে স্টেম ফিড ফিচারে। বাংলাদেশের গ্রাহকদের জন্যও সম্প্রতি স্টেম ফিড চালু করেছে টিকটক। এই ফিডে দেশের কনটেন্ট ক্রিয়েটররা বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতের, অর্থাৎ স্টেম ফিডের বিষয়গুলোর কনটেন্ট তুলে ধরতে পারছেন। কঠিন বিষয়গুলো সহজভাবে ব্যাখ্যা করে শেখাকে আরো মজার ও বোঝার মতো করে তুলছেন। ছোট ছোট ভিডিও থেকে শিক্ষার্থীরা কঠিন কঠিন বিষয়গুলো সহজে আয়ত্ব করতে পারছে।
শুধুমাত্র বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত এর মত বিষয়গুলোতে যারা পারদর্শী, যারা শিক্ষক এবং যেসব কনটেন্ট ক্রিয়েটররা শিক্ষামূলক বিষয় নিয়ে কাজ করে তারা স্টেম ফিডের কনটেন্টগুলো তৈরি করছেন। বয়স উপযোগী, নির্ভরযোগ্য ও শিক্ষামূলক ভিডিও এই ফিডে দেখানো হয়। বাংলাদেশের অনেক শিক্ষার্থী, বিশেষ করে শহরের বাইরে যারা উন্নত শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত, তারা এখন এই স্টেম ফিডের মাধ্যমে বিজ্ঞানভিত্তিক বিষয়গুলো সম্পর্কে জানতে পারছে। টিকটক এমন একটি জায়গা তৈরি করছে যেখানে শেখা শুধুমাত্র ক্লাসরুমে সীমাবদ্ধ নয়, বরং ডিজিটাল মাধ্যমে শিক্ষা সবার কাছে পৌঁছে যাবে। এখানে বাংলা ও ইংরেজি দু’টি ভাষাতেই ভিডিও পাওয়া যায়, যেন দেশের প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীরাও সহজে বুঝতে পারে।
বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের অনেক স্কুলে বিজ্ঞান ল্যাব, অথবা পর্যাপ্ত শিক্ষাব্যবস্থা নেই। ফলে বিজ্ঞানের বিষয়গুলো শিক্ষার্থীরা হাতে-কলমে শেখার সুযোগ পায় না। তবে, ইন্টারনেটের মাধ্যমে শিক্ষার্থীরা এখন রসায়নের পরীক্ষা, পদার্থবিজ্ঞানের ধারণা কিংবা প্রকৌশল সম্পর্কিত বিষয়গুলো বাস্তবে দেখতে পারছে। এতে বইয়ের বাইরে শেখার আগ্রহও বাড়ছে। আর টিকটকের স্টেম ফিড সুনির্দিষ্টভাবে বিজ্ঞানের বিষয়গুলো তুলে ধরে শিক্ষার ঘাটতি পূরণে একটি ধাপ হিসেবে কাজ করছে।
বর্তমান সময়ে যেখানে বিজ্ঞান ও প্রযুক্তি দ্রুত পরিবর্তিত হচ্ছে, সেখানে শুধু বইয়ের জ্ঞান যথেষ্ট নয়। বিশ্বের নতুন সব উদ্ভাবন এবং বিষয়গুলো জানতে টিকটকের স্টেম ফিড শিক্ষার্থীদের সাহায্য করবে। এছাড়া, হ্যাশট্যাগ #ঝঞঊগঞড়শ ব্যবহার করে অনেক ক্রিয়েটর একসাথে শিক্ষাবিষয়ক ভিডিও তৈরি করছেন, যা শেখার বিষয়টিকে আরো আনন্দদায়ক করছে।
বাংলাদেশেও এখন অনেক ক্রিয়েটর স্টেম বিষয় নিয়ে টিকটকে কাজ করছেন। যেমন ট্রিকস টু গো, নামের অ্যাকাউন্টে এক ক্রিয়েটর দেখান দৈনন্দিন জীবনের বৈজ্ঞানিক রহস্য আর সহজ পরীক্ষার মাধ্যমে শেখার কৌশল। আরেকজন ক্রিয়েটর রবিন তার গোলডার স্টাডি অ্যারেনা অ্যাকাউন্টে নবম-দশম শ্রেণীর গণিত শেখান। তার শেখানোর ধরন সহজ ও মজার হওয়ায় কঠিন বিষয়গুলোও সহজে বোঝা যায়। অন্যদিকে, ক্রিয়েটর স্টোরি হেড মহাবিশ্ব, গ্রহ-নক্ষত্র ও পদার্থবিজ্ঞানের গল্প বলেন। এতে দেশের যে কোনো প্রান্তের শিক্ষার্থীরা আকর্ষণীয়ভাবে শিখতে পারে।
বিশ্বজুড়ে স্টেম ফিডের কনটেন্ট যাতে শিক্ষামূলক ও নিরাপদ থাকে, সেজন্য টিকটক কমনসেন্স নেটওয়ার্ক ও পয়েন্টার ইন্সটিটিউ এর মতো প্রতিষ্ঠানের সাথে। তথ্যের সঠিকতা, বয়স উপযোগী এবং বিজ্ঞাপনমুক্ত ভিডিওগুলো এখানে যাচাই করা হয়।
টিকটকে নিরাপত্তার জন্য রয়েছে ফ্যামিলি পেয়ারিং, টাইম এওয়ে শিডিউলিং, টীন নেটওয়ার্ক ভিজিবিলিটি ও প্রোএকটিভ রিপোর্টিং এলার্টস। এই ফিচারগুলো অভিভারদের সন্তানদের নিরাপদ রাখতে সাহায্য করে। এছাড়া, টিকটক প্ল্যাটফর্মের কমিউনিটি গাইডলাইন নিশ্চিত করে যে শুধুমাত্র যাচাইকৃত ও বয়স উপযোগী শিক্ষামূলক ভিডিওই এখানে দেখানো হবে। তাই টিকটক এখন শুধু বিনোদন মাধ্যম হওয়ার পাশাপাশি হয়ে উঠেছে একটি নিরাপদ ও নির্ভরযোগ্য একটি শেখার মাধ্যম।



