ক্রীড়া প্রতিবেদক
কথা রেখেছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। বাহরাইনে চলমান যুব এশিয়ান গেমসে কাবাডিই জয় করে এনেছে দ্বিতীয় পদক। প্রথম পদক এসেছিল নারী কাবাডি দলের কল্যাণে। গতকাল পুরুষ কাবাডিতে বাংলাদেশ দলের ব্রোঞ্জ জয় বাহরাইনকে ১০৬-১৭ পয়েন্টে হারিয়ে। এতে বাংলাদেশ দলের তৃতীয় স্থান নিশ্চিত হয়। লাল সবুজরা এর আগের দুই যুব এশিয়ান গেমসে কোনো পদকই পায়নি। সেখানে এবার তারা কাবাডিতেই জয় করলো দুই ব্রোঞ্জ।
বাংলাদেশ কাবাডি দল এবারের গেমস শুরু করেছিল ভারতের কাছে হেরে। এরপর ইরান ও শ্রীলঙ্কার বিপক্ষে জিতে পদকের আশা জাগায়। কিন্তু পরের ম্যাচে থাইল্যান্ডের কাছে অপ্রত্যাশিত হারে ফাইনালে উঠাটা অনিশ্চিত হয়ে যায়। এরপর বাংলাদেশ দল পাকিস্তান ও বাহরাইনকে হারিয়ে নিশ্চিত করে তৃতীয় স্থান বা ব্রোঞ্জ পদক। তবে ফাইনালে আর উঠা হলো না।



