ক্রীড়া ডেস্ক
স্প্যানিশ লা লিগায় জমে উঠেছে শিরোপা লড়াই। বার্সেলোনাকে হটিয়ে আপাতত পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। ভিলারিয়ালকে গত পরশু ২-০তে হারিয়ে লিগ শিরোপার লড়াই জমিয়ে তুলল লস ব্লাঙ্কোসরা। প্রতিপক্ষের গোলমুখে খুব একটা কার্যকর নির্ধারিত সময়ের মাঝেই একবার জালের দেখা পেলেন কিলিয়ান এমবাপ্পে। শেষ মুহূর্তে পেনাল্টি থেকে আরেকটি গোলও করলেন এই ফরাসি তারকা। ঘরোয়া লিগে এ নিয়ে টানা পঞ্চম জয় পেল রিয়াল। আর এই জয়ে ২১ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষেও উঠল দলটি। ওভেইদোর বিপক্ষে গত রাতে লিগ ম্যাচে মুখোমুখি হওয়ার কথা বার্সেলোনার। সেই ম্যাচে জয়ী হলে আবারো রিয়াল থেকে ১ পয়েন্টের ব্যবধানে এগিয়ে শীর্ষে ফিরবে হ্যান্সি ফ্লিকের দল।
এ দিকে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি জয় পেলেও হেরেছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। ২-০ তে হারিয়েছে ওলভারহ্যাম্পটনকে। বোর্নমাউথের কাছে ২-৩ গোলে হেরেছে লিভারপুর। প্রথমার্ধের যোগ করা সময়ে ভার্জিল ভ্যান ডাইকের গোলে লড়াইয়ে ফেরে আর্নে স্লটের দল। ৮০ মিনিটে লিভারপুলকে ২-২ সমতায় ফেরান ডমিনিক সোবোসজলাই। ম্যাচ যখন ড্র’য়ের দিকে এগুচ্ছিল, তখনই আমিন আদলির গোলে ৩-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক দল। এই হারে শিরোপা লড়াই থেকে আরো পিছিয়ে পড়ল লিভারপুল।



