জাতীয় প্রেস ক্লাবে ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীর ক্রীড়া প্রতিযোগিতা মিনি ম্যারাথনের মধ্য দিয়ে গতকাল শেষ হয়েছে। প্রতিযোগিতা শেষে জাতীয় প্রেস ক্লাব জহুর হোসেন চৌধুরী হলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এতে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও ক্রীড়া উপকমিটির আহ্বায়ক শাহনাজ বেগম পলি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাব সদস্য ও ক্রীড়া উপকমিটির মো: আনোয়ার উদ্দিন।
এ সময় জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, কাদের গনি চৌধুরী, এ কে এম মহসীন উপস্থিত ছিলেন।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র সদস্য ও তাদের পরিবারবর্গ। বিজ্ঞপ্তি।



