মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি হরগঙ্গা কলেজের মাঠ এখন পরিণত হয়েছে স্থায়ী জলাবদ্ধতায়। কয়েকদিনের টানা বৃষ্টিতে মাঠজুড়ে জমে থাকা স্থির পানি বর্তমানে দুর্গন্ধযুক্ত জলাশয়ে রূপ নিয়েছে। এতে শিক্ষার্থীদের ভোগান্তি চরমে উঠেছে এবং স্বাস্থ্যঝুঁকি বাড়ছে বলে অভিযোগ উঠেছে।
শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে মাঠের ঘাস কাটা ও পরিচর্যার কোনো ব্যবস্থা নেয়া হয়নি। কলেজ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও তা অবহেলিতই থেকে গেছে। ফলে মাঠের নিচু অংশে পানি জমে সৃষ্টি হয়েছে কাদা, পচা ঘাস ও দুর্গন্ধযুক্ত এক পরিবেশ।
এক শিক্ষার্থী বলেন, এখন মাঠের দিকে তাকালে মনে হয় এটি কোনো কলেজ মাঠ নয়, বরং পরিত্যক্ত একটি খাল। এতে শুধু মাঠের সৌন্দর্যই নষ্ট হচ্ছে না, আমাদের পড়াশোনার পরিবেশও নষ্ট হচ্ছে।
বর্তমানে দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব মারাত্মক আকার ধারণ করেছে। এমন পরিস্থিতিতে মাঠে জমে থাকা এই পানি মশার প্রজননের আদর্শ পরিবেশ তৈরি করছে বলে আশঙ্কা করছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। তারা বলেন, যে মাঠে শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশ নেয়ার কথা, সেটি এখন পানিবদ্ধতায় পরিণত হয়েছে। এ বিষয়ে কলেজ প্রশাসন বলছেন, অতিদ্রুত পানিবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেয়া হবে।
 


