নাসিরের ধামাকা ইনিংসে নোয়াখালীর পঞ্চম হার

ক্রীড়া প্রতিবেদক
Printed Edition
নাসিরের ধামাকা ইনিংসে নোয়াখালীর পঞ্চম হার
নাসিরের ধামাকা ইনিংসে নোয়াখালীর পঞ্চম হার

নাসির হোসেন যেন ফিরে পেলেন তার ক্যারিয়ারের হারিয়ে যাওয়া স্বর্ণযুগ। করলেন বিপিএলের এবারের আসরে দ্রুততম ২১ বলে হাফ সেঞ্চুরি; যা তার টি-২০ ক্যারিয়ারের সবচেয়ে দ্রুততম। তার দুর্দান্ত ইনিংসে তিন ম্যাচ পর জয়ে ফিরল ঢাকা ক্যাপিটালস। বিপরীতে এবারের আসরে এখনো জয়হীন নবাগত নোয়াখালী এক্সপ্রেস। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৩৩ রান করে নোয়াখালী। জবাবে ১৪.১ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ঢাকা। নাসির টর্নেডো স্টাইলে ব্যাট করে ৫০ বলে ৯০ রানে অপরাজিত ছিলেন।

এই ম্যাচ দিয়ে আবারো জয়ে ফিরল ঢাকা। প্রথম ম্যাচ জয়ের পর টানা তিন ম্যাচে হেরেছিল মোহাম্মদ মিঠুনের দল। অন্য দিকে পাঁচ ম্যাচ পরও জয়হীন নোয়াখালী। প্লে-অফে খেলা অনেকটাই কঠিন করে ফেলেছে নবাগত দলটি।

অবশ্য ১৩৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নড়বড়ে শুরু ছিল ঢাকার। ১৪ রানেই হারায় ২ উইকেট। এর পরই শুরু হয় নাসিরের তাণ্ডব। মোহাম্মদ নবির পর সাদাকাতের ওভারেও রীতিমতো বিধ্বংসী হয়ে ওঠেন জাতীয় দলের এক সময়ের নির্ভরযোগ্য এই অলরাউন্ডার। তুলে নেন ২১ বলে অর্ধশতক; যা এবারের বিপিএলে দ্রুততম। এর আগে কাইল মায়ার্স করেছিলেন ২৩ বলে ৫০ রান। এ ছাড়া ঢাকার হয়ে ইমাদ ওয়াসিম করেছেন ২৯ রান।

এর আগে ব্যাটিংয়ে নেমে বরাবরের মতো ব্যাট হাতে ব্যর্থ নোয়াখালীর দুই ওপেনার সৌম্য সরকার ও হাবিবুর রহমান শান্ত। সোহান ৬ ও সৌম্য করেছেন ১ রান। ৪০ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে নোয়াখালী। তবে দলকে চাপমুক্ত করেন অধিনায়ক হায়দার আলি ও আফগানিস্তানের অভিজ্ঞ ক্রিকেটার মোহাম্মদ নবি। দু’জন গড়েন ৯০ রানের জুটি। হায়দার ৪৭ করে ফিরে গেলেও নবী অপরাজিত ছিলেন ৪২ রানে। আর তাতেই ৬ উইকেট হারিয়ে ১৩৩ রান করে খালেদ মাহমুদ সুজনের দল। ঢাকার ৬ জন বোলারই নিয়েছেন ১টি করে উইকেট।

দীর্ঘদিন ধরে হারানো ফর্ম আর সোনালি অতীতের স্মৃতিতে আটকে থাকা নাসির হোসেন এই ইনিংসের মাধ্যমে জানান দিলেন, তিনি এখনও ফুরিয়ে যাননি। ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্সে ঢাকা ক্যাপিটালসকে জয়ের পথে ফেরানো এই অভিজ্ঞ ক্রিকেটারই ম্যাচসেরার পুরস্কার জিতেছেন।

সংক্ষিপ্ত স্কোর

নোয়াখালী এক্সপ্রেস : ২০ ওভারে ১৩৩/৬ (সাদাকাত ২৪, নবি ৪২*, হায়দার ৪৭, ইমাদ ১/১৬, তাসকিন ১/২৮, সাইফ উদ্দিন ১/৩০, জিয়াউর ১/২৬, নাসির ১/২৪, আল মামুন ১/৬)।

ঢাকা ক্যাপিটালস: ১৪.১ ওভারে ১৩৪/৩ (নাসির ৯০*, ইমাদ ২৯*; হাসান ২/১৭, জহির ১/৩২)।

ফল : ঢাকা ক্যাপিটালস ৭ উইকেটে জয়ী।

ম্যাচ সেরা : নাসির হোসেন।

সিলেট-চট্টগ্রাম

সিলেট স্টেডিয়ামে স্বাগতিক দলের বিপক্ষে গতকাল দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামে চট্টগ্রাম রয়্যালস। নির্ধারিত ওভারে অ্যাডাম রসিংটনের ৪৯ ও মাহমুদুল হাসান জয়ের ৪৪ রানে ভর করে ৫ উইকেটে ১৯৮ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় চট্টগ্রাম। তিনটি উইকেট নেন রুয়েল মিয়া।

জবাবে ব্যাটিংয়ে নেমে এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৫.২ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে পরাজয়ের দিকে এগুচ্ছে সিলেট।