বাসস
জাতীয় প্রেস ক্লাবের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শুটিং প্রতিযোগিতায় খোকন বড়–য়া (সুখবর ডটকম) প্রথম, কাজল হাজরা (দৈনিক কালবেলা) দ্বিতীয় ও তারিকুল ইসলাম মাসুম (চ্যানেল আই) তৃতীয় স্থান অধিকার করেছেন।
প্রতিযোগিতায় ক্লাবের ৭৫ জন সদস্য অংশ নেন। ক্রীড়া উপকমিটির সদস্য আনোয়ার উদ্দিন অনুষ্ঠানটি পরিচালনা করেন। এ সময় জাতীয় প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ বখতিয়ার রাণা, ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, এ কে এম মহসীন উপস্থিত ছিলেন। এ ছাড়া ক্রীড়া উপকমিটির সদস্য পরাগ আরমান, মো: আনোয়ার হোসেন, শিরিন সুলতানা, রাশিদা আফজালুন নেসা, মফিজুর রহমান খান বাবু, ডি এম আমিরুল ইসলাম অমর ও আবদুল্লাহ মজুমদারসহ ক্লাবের সিনিয়র ও নতুন সদস্যদের উপস্থিতিতে প্রতিযোগিতা প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন ক্রীড়া উপকমিটির আহবায়ক শাহনাজ বেগম পলি। এয়ার গান শুটিংয়ের মধ্য দিয়ে ছয় দিনব্যাপী ক্লাব সদস্যদের ইনডোর গেম প্রতিযোগিতা শেষ হলো।


