৬ মাসে প্রশাসন ক্যাডারদের বিরুদ্ধে ১৪৬ অভিযোগ

এসব অভিযোগ সংশ্লিষ্ট তদন্ত প্রতিবেদন নির্ধারিত সময়ের মধ্যে পাঠানো নিশ্চিত করার নির্দেশনা দেয়া হয়।

শামছুল ইসলাম
Printed Edition

প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের বিরুদ্ধে গত ৬ মাসে ১৪৬টি অভিযোগ পাওয়া গেছে। এই সময়ে নিষ্পন্ন হয়েছে ৬৪টি অভিযোগ। বর্তমানে ১৪২টি অভিযোগ তদন্তাধীন রয়েছে। তিন মাসের ঊর্ধ্বে অনিষ্পন্ন অভিযোগের প্রতিবেদন দ্রুত পাঠানোর নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সম্প্রতি বিভাগীয় কমিশনারদের সমন্বয় সভায় এই নির্দেশনা দেয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ সভায় সভাপতিত্ব করেন।

সভায় মাঠপর্যায়ে কর্মরত বিসিএস (প্রশাসন) কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তাধীন অভিযোগের নিষ্পত্তির আলোচনায় বলা হয়, এক মাসের ঊর্ধ্বে ঢাকা বিভাগে ৮টি, চট্টগ্রাম বিভাগে ৫টি, রাজশাহীতে ৪টি, খুলনা বিভাগে ৬টি, বরিশাল বিভাগে ৩টি, সিলেট বিভাগে ১টি, রংপুর বিভাগে ৯টি, ময়মনসিংহ বিভাগে ৬টিসহ মোট ৪২টি অভিযোগ অনিষ্পন্ন রয়েছে। এসব অভিযোগ সংশ্লিষ্ট তদন্ত প্রতিবেদন নির্ধারিত সময়ের মধ্যে পাঠানো নিশ্চিত করার নির্দেশনা দেয়া হয়।

তিন মাসের ঊর্ধ্বে ঢাকা বিভাগে ১৮টি, চট্টগ্রাম বিভাগে ৭টি করে, রাজশাহী বিভাগে ৪টি, খুলনা ৯টি , বরিশাল বিভাগে ১৮টি, সিলেট বিভাগে ৩টি, রংপুর বিভাগে ১টি, ময়মনসিংহ বিভাগে ১১টিসহ মোট ৭১টি অভিযোগ অনিষ্পন্ন রয়েছে।

সভায় ডেঙ্গুর বিস্তার প্রতিরোধে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জোরালো ভূমিকা পালনের বিষয়ে আলোচনা হয়। ডেঙ্গু প্রতিরোধে ঢাকা সিটি করপোরেশনসহ সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে জনসচেতনতামূলক কার্যক্রম নেয়ার পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনার অনুরোধ জানানো হয়।

স্থানীয় সরকার প্রতিষ্ঠানের বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পগুলো নিয়মিত পরিদর্শনের জন্য স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে কমিশনারগণকে অনুরোধ জানানো হয়। একইসাথে সঠিকভাবে নাগরিক সেবা দেয়ার লক্ষ্যে অধস্তন কর্মচারীদের কার্যক্রম নজরদারি করার অনুরোধ করা হয়।

আইনশৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিভাগ এবং মেট্রোপলিটন এলাকা থেকে প্রাপ্ত প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের মে মাসের তুলনায় জুন মাসে গুরুতর অপরাধ সংক্রান্ত মামলা ১৭৮টি কমেছে। গত জুন মাসে সারা দেশে ২ হাজার ৬৩১টি জঘন্য অপরাধ সংঘটিত হয়েছে। জুন ২০২৪ এর তুলনায় জুন ২০২৫ মাসে জঘন্য অপরাধের সংখ্যা ৪৭৬টি বেড়েছে। নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে সচেষ্ট থাকতে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেয়ার জন্য বিভাগীয় কমিশনারদের নির্দেশনা দেয়া হয়।

চোরাচালানবিরোধী টাস্কফোর্স অভিযান সংক্রান্ত আলোচনায় বলা হয়, গত জুন মাসে ৮৭৮টি টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়েছে। মে মাসের তুলনায় জুন মাসে টাস্কফোর্সের পরিমাণ ৫০টি বেড়েছে। সীমান্তবর্তী জেলাগুলোতে টাস্কফোর্সের অভিযান জোরদার করতে জেলা প্রশাসকদের পরামর্শ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনা সংক্রান্ত আলোচনায় বলা হয়, জুন মাসে ৫ হাজার ৬১৮টি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। এই কোর্টে ১৩ হাজার ৭২৮টি মামলা দায়ের করা হয়েছে। মে মাসের তুলনায় জুন মাসে মোবাইল কোর্ট পরিচালনার সংখ্যা ৪৬৯টি এবং মামলার সংখ্যা ৯৫৯টি বেড়েছে।

গণশুনানি সংক্রান্ত প্রতিবেদন পর্যালোচনায় বলা হয়, জুন মাসে সারা দেশে জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মোট ২ হাজার ৮০১ দিন গণশুনানি করা হয়েছে এবং ৩৫ হাজার ১১৭ জনের অভিযোগ/আবেদন নিষ্পত্তি করা হয়েছে। মে মাসের তুলনায় জুন মাসে সেবা প্রত্যাশীর সংখ্যা ৬ হাজার ৫৫৩ জন কমেছে এবং অভিযোগ নিষ্পত্তি ৬ হাজার ৫৬১টি কম হয়েছে।

ফৌজদারি কার্যবিধি-১৮৯৮ এর আওতায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতের বিচারাধীন মামলার তথ্য পর্যালোচনা সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়, জুন মাসে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতে ৬ হাজার ২৪৫টি মামলা রজু এবং ৭ হাজার ২৩১টি মামলা নিষ্পত্তি হয়েছে।

বর্তমানে অনিষ্পন্ন পুঞ্জীভূত মামলার সংখ্যা ৩১ হাজার ৮৬০টি। মে মাসের তুলনায় জুন মাসে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতে নিষ্পন্নকৃত মামলার সংখ্যা ৬০৮টি কমেছে। জুন মাসে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ৪ হাজার ৬১৩টি মামলা রজু এবং ৫ হাজার ৭৬৭টি মামলা নিষ্পত্তি হয়েছে। বর্তমানে অনিষ্পন্ন পুঞ্জীভূত মামলার সংখ্যা ৪২ হাজার ৬৮৭টি। মে মাসের তুলনায় জুন মাসে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে নিষ্পন্নকৃত মামলার সংখ্যা ৮০৪টি কমেছে। মন্ত্রিপরিষদ সচিব মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য নির্দেশনা দেন।