টাইব্রেকারের নায়ক দিয়ারা কোয়ার্টারে মালি

Printed Edition

ক্রীড়া ডেস্ক

আফ্রিকা কাপ অব নেশনসের শেষ ষোলোর ম্যাচে ১০ জনের দলে পরিণত হওয়া মালি পেনাল্টি শুটআউটে হারিয়েছে তিউনিসিয়াকে। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় শেষে ১-১ গোলে সমতা থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৩-২ ব্যবধানে জয় পায় মালি। জয়সূচক স্পট-কিকটি নেন এল বিলাল তুরে। অন্য দিকে গত পরশু আরেক শেষ ষোলোর ম্যাচে সেনেগাল ৩-১ গোলে হারিয়েছে সুদানকে। ম্যাচে দুটি টাইব্রেকার ঠেকিয়ে হিরো বনে গেছেন মালির গোলরক্ষক জিগুই দিয়ারা।