বিনোদন প্রতিবেদক
গত ৩ নভেম্বর ছিল বাংলাদেশের চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় নায়িকা মৌসুমীর জন্মদিন। এবার টানা তৃতীয়বারের মতো প্রবাসে জন্মদিন পালন করেছেন তিনি। যুক্তরাষ্ট্রে তার মা, মেয়ে ও বোনদের সাথে উদযাপন করেন। ২০২৩ সালের অক্টোবর মাসে তিনি নিউইয়র্কে গিয়েছিলেন। এরপর মৌসুমী আর দেশে ফেরেননি।
এদিকে মৌসুমীর জন্মদিন উপলক্ষ্যে তার ভক্তরাও দিনটিকে বিশেষভাবে উদযাপনের উদ্যোগ নিয়েছিলেন বলে জানান মৌসুমী। তবে এবার দেশে থাকলে দিনটি একটু বেশিই বিশেষভাবে উদযাপিত হতো। মৌসুমী বলেন, ‘জন্মদিন নিয়ে এবার বিশেষ কোনোই পরিকল্পনা ছিল না। আমার কন্যা ফাইজার খুব ইচ্ছে আমি যেন ঘরেই থাকি, শুধু তাকেই সময় দেই। তো, ফাইজাকেই সময় দিয়েছি। বাসার আশপাশেই ফাইজাকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছিলাম। বাসায় আমি নিজেই রান্না করেছি, একটি কেকও বানিয়েছিলাম। সাথে ফাইজার নানী ও খালামনি (স্নিগ্ধা) ছিলেন। তাদের নিয়েই জন্মদিনের সময়টা নিজের মনের মতো করেই কাটিয়েছি। তবে হ্যাঁ, খুব মিস করেছি সানী আর ফারদিনকে। তারা এই মুহূর্তে সাথে থাকলে হয়তো সময়টা আরো অনেক বেশি ভালোলাগার, আনন্দের হয়ে উঠত। আল্লাহ যেন তাদের ভালো রাখেন, সুস্থ রাখেন। ভক্ত দর্শকসহ দেশবাসীর কাছে আমার জন্য, আমার পরিবারের জন্য সবার কাছে দোয়া চাই।’ কবে নাগাদ দেশে ফিরতে পারেন? এমন প্রশ্নের জবাবে প্রিয়দর্শিনী মৌসুমী বলেন, ‘যখন সময় হবে তখনই ফিরব।’ ১৯৯৩ সালের ২৫ মার্চ প্রয়াত পরিচালক সোহানুর রহমান সোহানের ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমাতে রেশমী চরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে চলচ্চিত্রে নায়িকা হিসেবে মৌসুমীর অভিষেক হয়। এতে তার বিপরীতে ছিলেন প্রয়াত অমর নায়ক সালমান শাহ। ১৯৯৬ সালের ২ আগস্ট তিনি চিত্রনায়ক ওমর সানীকে বিয়ে করেন। মৌসুমী অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে ‘দোলা’, ‘আত্ম-অহঙ্কার’ ইত্যাদি। তার পরিচালিত সিনেমা দু’টি। অভিনয়ের জন্য মৌসুমী জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। এরপর আর কোনো সিনেমাতে মৌসুমীর অভিনয় করা হয়ে ওঠেনি।
 


