দু’টি নতুন ছবিতে বছর শেষে সাড়া ফেলছেন সারা তাইবাহ

সাকিবুল হাসান
Printed Edition
দু’টি নতুন ছবিতে বছর শেষে সাড়া ফেলছেন সারা তাইবাহ
দু’টি নতুন ছবিতে বছর শেষে সাড়া ফেলছেন সারা তাইবাহ

সৌদি অভিনেত্রী সারা তাইবাহ ২০২৫ সালের শেষপ্রান্তে এসে জমকালোভাবে আলোচনায় আছেন দু’টি বহুল প্রতীক্ষিত চলচ্চিত্রের মাধ্যমে। সম্প্রতি আবুধাবিতে মনস্তাত্ত্বিক থ্রিলার হুবার প্রিমিয়ারে অংশ নিয়েছেন তিনি। এর আগেই ছবিটি নিয়ে লন্ডনের বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন। মাজিদ আল-আনসারি পরিচালিত এমিরাতি এই হরর ছবিতে জাহরা নামের রহস্যময় দ্বিতীয় স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন তাইবাহ, যা তার জন্য ছিল এক নতুন ও চ্যালেঞ্জিং অভিজ্ঞতা।

ছবিতে দেখা যায়- অমনি নামের এক নিবেদিত স্ত্রী ও মায়ের শান্ত জীবন ভেঙে যায়, যখন স্বামী দ্বিতীয় স্ত্রী জাহরাকে ঘরে নিয়ে আসে। ঘটনাচক্রে তাদের পরিবারে প্রবেশ করে এক অদৃশ্য অন্ধকার শক্তি, যা গল্পকে ঠেলে দেয় থ্রিল ও আতঙ্কের দিকে।

এর পাশাপাশি ডিসেম্বরের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হতে চলেছে তাইবাহর আরেক ছবি এ ম্যাটার অব লাইফ অ্যান্ড ডেথ। সৌদি পরিচালক আনাস বা-তাহাফের নির্মিত ছবিটি একটি ব্যতিক্রমী প্রেমের গল্প- যেখানে তাইবাহ অভিনয় করেছেন হায়াত নামের এক কুসংস্কারাচ্ছন্ন তরুণীর চরিত্রে, যে বিশ্বাস করে তার ৩০তম জন্মদিনেই তাকে মেরে ফেলবে এক বংশগত অভিশাপ।

গল্পের অন্য কেন্দ্রীয় চরিত্র ইউসুফ- এক প্রতিভাবান কিন্তু অন্তর্মুখী হৃদরোগ সার্জন, যার মনোজগতে লুকিয়ে আছে হত্যার অদ্ভুত প্রবণতা। হায়াতের সাথে সাক্ষাৎ তাদের জীবনে এক অপ্রত্যাশিত মোড় এনে দেয়, যেখানে মৃত্যু-আকাক্সক্ষা ও হত্যার তাড়নার মাঝেই জন্ম নেয় জীবনমুখী প্রেম।

চলচ্চিত্রটির প্রচারণায় বলা হয়েছে, এ ম্যাটার অব লাইফ অ্যান্ড ডেথ জেদ্দার লোহিত সাগরঘেরা মনোরম প্রেক্ষাপটে বোনা এক ব্যতিক্রমী গল্প- যেখানে জীবনের অনিশ্চয়তা, সম্পর্কের সৌন্দর্য এবং মানবিক সংযোগ নতুনভাবে ফুটে উঠেছে।

দু’টি ভিন্ন ধারার দুই চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে সারা তাইবাহ আবারো প্রমাণ করছেন তার অভিনয়-দক্ষতার বিস্তৃতি- আর সেজন্যই বছর শেষে তিনি সাড়া ফেলছেন দর্শক ও সমালোচকদের মধ্যে।