নিজস্ব প্রদিবেদক
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডা: এম এ হাদীর ১৮তম মৃত্যুবার্ষিকী গতকাল পালিত হয়েছে। দীর্ঘদিন রোগ ভোগের পর ২০০৭ সালের ১৬ অক্টোবর তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন। এই বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হওয়ার পর ১/১১-এর সেনাসমর্থিত ফখরুদ্দীন সরকারের রোষানলে পড়ে দেশের প্রখ্যাত এই ইউরোলজিস্ট বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নিতে পারেননি। অধ্যাপক এম এ হাদী ছিলেন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের দুই বারের নির্বাচিত সভাপতি। এ ছাড়া তিনি ছিলেন বিসিপিএসের প্রেসিডেন্ট। ডক্টর অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ড্যাব) সভাপতির দায়িত্বও পালন করেন। মৃত্যুর আগ পর্যন্ত হাদী ছিলেন ড্যাবের উপদেষ্টা।
অধ্যাপক এম এ হাদী ফাউন্ডেশনের উদ্যোগে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে গতকাল সকালে কুরআন খতম দেয়া হয়। বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা: শাহীনুল আলম, প্রোভিসি অধ্যাপক ডা: আবুল কালাম আজাদ। সভাপতিত্ব করেন হাদী ফাউন্ডেশনের আহবায়ক ডা: মোফাখখারুল ইসলাম রানা। এতে অধ্যাপক হাদী ছাড়া জুলাই আন্দোলনের সব শহীদ এবং এই বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক ডা: মো: আব্দুল কুদ্দুসের জন্য দোয়া করা হয়।



