শেরপুর প্রতিনিধি
‘বাঁচলে প্রকৃতি বাঁচবে দেশ, রক্ষা করি গজনীর পরিবেশ’ সেøাগানে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশকেন্দ্র এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে গজনী অবকাশকেন্দ্রের সীমান্ত সড়কের চৌরাস্তায় এ মানববন্ধনের আয়োজন করে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও ভয়েস অব পুওর পিপল।
মানববন্ধনে বক্তব্য দেন শেরপুর বার্ডস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও শাইনর নির্বাহী পরিচালক মুগনিউর রহমান মনি। তিনি বলেন, গারো পাহাড়ের বিশাল এলাকাজুড়ে শাল গজারিসহ বিভিন্ন দেশীয় প্রজাতির বৃক্ষ ও লতাগুল্মে সমৃদ্ধ বনে মানুষের নির্বিচার দখলদারির কারণে বন ধ্বংস হচ্ছে। পাহাড়ের ভেতরে অপরিকল্পিতভাবে পর্যটনকেন্দ্র গড়ে তুলে স্থাপনা নির্মাণ, গাছ নিধন, পাহাড় কাটা, বর্জ্য ও শব্দদূষণে আজ জীব বৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে। অবিলম্বে পরিবেশ বিধ্বংসী সব ধরনের কর্মকাণ্ড বন্ধ করে গজনী অবকাশকেন্দ্রসহ অন্যান্য পর্যটন স্পটকে পরিবেশবান্ধব ও টেকসই পর্যটন এলাকা হিসেবে গড়ে তুলতে হবে। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- এপেক্সিয়ান মমিনুল ইসলাম, ভয়েজ অব পুওর পিপলের সহসভাপতি হাসান ফরহাদ, নির্বাহী পরিচালক জিয়াউর রহমান মুন্না প্রমুখ।



