পরিবেশবান্ধব পর্যটনকেন্দ্র গড়ে তোলার দাবি

Printed Edition

শেরপুর প্রতিনিধি

‘বাঁচলে প্রকৃতি বাঁচবে দেশ, রক্ষা করি গজনীর পরিবেশ’ সেøাগানে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশকেন্দ্র এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে গজনী অবকাশকেন্দ্রের সীমান্ত সড়কের চৌরাস্তায় এ মানববন্ধনের আয়োজন করে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও ভয়েস অব পুওর পিপল।

মানববন্ধনে বক্তব্য দেন শেরপুর বার্ডস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও শাইনর নির্বাহী পরিচালক মুগনিউর রহমান মনি। তিনি বলেন, গারো পাহাড়ের বিশাল এলাকাজুড়ে শাল গজারিসহ বিভিন্ন দেশীয় প্রজাতির বৃক্ষ ও লতাগুল্মে সমৃদ্ধ বনে মানুষের নির্বিচার দখলদারির কারণে বন ধ্বংস হচ্ছে। পাহাড়ের ভেতরে অপরিকল্পিতভাবে পর্যটনকেন্দ্র গড়ে তুলে স্থাপনা নির্মাণ, গাছ নিধন, পাহাড় কাটা, বর্জ্য ও শব্দদূষণে আজ জীব বৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে। অবিলম্বে পরিবেশ বিধ্বংসী সব ধরনের কর্মকাণ্ড বন্ধ করে গজনী অবকাশকেন্দ্রসহ অন্যান্য পর্যটন স্পটকে পরিবেশবান্ধব ও টেকসই পর্যটন এলাকা হিসেবে গড়ে তুলতে হবে। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- এপেক্সিয়ান মমিনুল ইসলাম, ভয়েজ অব পুওর পিপলের সহসভাপতি হাসান ফরহাদ, নির্বাহী পরিচালক জিয়াউর রহমান মুন্না প্রমুখ।