সঙ্কটাপন্ন খালেদা জিয়া

মায়ের শয্যাপাশে দাঁড়িয়ে মুনাজাত তারেক রহমানের

অসুস্থ মায়ের শয্যাপাশে দাঁড়িয়ে মিনিট বিশেক মুনাজাত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি অশ্রুসিক্ত হয়ে মায়ের সুস্থতার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন।

বিশেষ সংবাদদাতা
Printed Edition

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মাসাধিককাল ধরে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আবারো খুব ক্রিটিক্যাল বলে জানিয়েছেন চিকিৎসকরা। গতকাল রোববার মেডিক্যাল বোর্ডের দু’জন সদস্য জানিয়েছেন, বেগম জিয়ার শারীরিক অবস্থা বেশ জটিল রূপ নিয়েছে। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন।

এদিকে অসুস্থ মায়ের শয্যাপাশে দাঁড়িয়ে মিনিট বিশেক মুনাজাত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি অশ্রুসিক্ত হয়ে মায়ের সুস্থতার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন।

মেডিক্যাল বোর্ডের একজন চিকিৎসক গতকাল জানান, ম্যাডামকে (খালেদা জিয়া) দেখতে শনিবার রাতে হাসপাতালে আসেন তারেক রহমান। সিসিইউর ভেতরে মায়ের কেবিনের সামনে প্রায় বিশ মিনিট একাই মুনাজাত করেন তিনি। এ সময় তার সাথে ভেতরে কেউ প্রবেশ করেননি। সিসিইউ থেকে বেরিয়ে আরো ২০-২৫ মিনিট চিকিৎসকদের সাথে বিস্তারিত আলাপ করেন তারেক রহমান। মেডিক্যাল বোর্ডের চিকিৎসাসেবায় তিনি বেশ সন্তুষ্টির কথা জানান। ওই চিকিৎসক বলেন, বোর্ড সর্বোচ্চ চেষ্টা করছে। এখন বাকিটা আল্লাহর ইচ্ছা। খালেদা জিয়ার বয়স হয়েছে। এই বয়সে পুরনো সব অসুখ সামনে এসেছে। কিছু রোগের যথাসময়ে চিকিৎসা পাননি তিনি। বয়সের কারণে এখন সব জটিলতা থেকে সেরে উঠা কঠিন হচ্ছে। এই ভালো তো এই খারাপ হচ্ছে শারীরিক অবস্থা।

এক মাসের বেশি সময় ধরে সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার মেডিক্যাল বোর্ডের সদস্য ডা: জিয়াউল হক জানান, তিনি এখনো সিসিইউতেই আছেন। তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। প্রতিদিন নতুন করে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

আরেক সদস্য ডা: জাফর ইকবাল বলেন, ম্যাডাম আগের মতোই আছেন। বলা যায় সবশেষ তার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন যে আপডেট জানিয়েছিলেন, এখনো তেমনই আছে। আমরা আরো কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে দিয়েছি। সেগুলোর রেজাল্ট এলে নতুন সিদ্ধান্ত নেয়া হবে। এখনো তিনি সিসিইউতেই চিকিৎসাধীন আছেন।

হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবউদ্দিন তালুকদারের নেতৃত্বে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা চলছে।

সঙ্কটময় মুহূর্ত পার করছেন খালেদা জিয়া : ডা: জাহিদ

এদিকে শনিবার মধ্যরাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো জটিল হিসেবে তুলে ধরে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেন, আগের মতোই চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।

ডা: জাহিদ বলেন, হাসপাতালে ভর্তি হওয়ার পর খালেদা জিয়ার শারীরিক অবস্থার বেশ অবনতি হয়েছিল। এ কারণে তাকে কেবিন থেকে সিসিইউতে নেয়া হয়। স্বাভাবিকভাবে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এ কথা বলা যাবে না। অবস্থা জটিল এবং অত্যন্ত একটা সঙ্কটময় মুহূর্ত পার করছেন তিনি।

চিকিৎসকদের প্রচেষ্টায় তিনি যদি সঙ্কটটা উতরে যেতে পারেন তাহলে ভালো কিছুর প্রত্যাশার কথা তুলে ধরেন মেডিক্যাল বোর্ড ও বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে দেশ-বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিক্যাল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা দিচ্ছে। গত ২৩ নভেম্বর থেকে খালেদা জিয়া হাসপাতালে ভর্তি আছেন।

৮০ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘ দিন থেকে আর্থ্রাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস, হৃদযন্ত্র, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভোগছেন।