মিরসরাইয়ে আগুনে পুড়ল ২৫০০ মুরগির বাচ্চা

Printed Edition

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদাদাতা

চটগ্রামের মিরসরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে পুড়ে গেছে ২৫০০ ব্রয়লার মুরগির বাচ্চা। রোববার দুপুর ১টার দিকে উপজেলার সাহেরখালী ইউনিয়নের দক্ষিণ মঘাদিয়া ঘোনা এলাকায় আলাউদ্দিন পোল্ট্রি ফার্মে এ ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি খামারির।

ক্ষতিগ্রস্ত খামারি আলা উদ্দিন বলেন, দুপুরে কিছু বুঝে ওঠার আগেই দেখি খামারে আগুন জ্বলছে। মুহূর্তের মধ্যে পুরো খামারের সব মুরগীর বাচ্চা পুড়ে গেছে। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা সময়মতো না আসায় সব শেষে হয়ে গেছে। বাড়ির পাশে ২০ শতক জায়গার ওপর মুরগীর শেড স্থাপন করেছি। সেই শেডে কাজী ফার্ম থেকে বকেয়া ২৫০০ মুরগীর বাচ্চা তুলেছি। খাদ্য ও ওষুধ কিনেছি বাকিতে। ২৫ দিন পর মুরগী বিক্রি করার উপযোগী হতো।

মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল স্টেশনের স্টেশন কর্মকর্তা আহমেদ হোসেন জানান, অগ্নিকাণ্ডের খবর আমরা দেরিতে পেয়েছি। ধারণা করা যাচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা।