- গ্রামপর্যায়ে নেটওয়ার্ক সম্প্রসারণে ২০০ কোটি টাকা
- প্রকল্পের মেয়াদ এখন ৬ বছরে উন্নীত
রাষ্ট্রীয় মুঠোফোন কোম্পানি টেলিটক বাংলাদেশের দুইটি চলমান প্রকল্পের জন্য ২০৮ কোটি ৯৯ লাখ টাকা বরাদ্দের দাবি জানিয়েছে। তাদের এই বরাদ্দের দাবির পরিপ্রেক্ষিতে পরিকল্পনা কমিশনকে সম্মতি দিয়ে অর্থ বিভাগ থেকে চিঠি দেয়া হয়েছে। গ্রামপর্যায়ে টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণ এবং ৫জি সেবা প্রদানে নেটওয়ার্ক আধুনিকায়ন (প্রথম সংশোধিত) এবং ‘টেলিটক নেটওয়ার্ক বিটিএস সাইটের ডিসি পাওয়ার ব্যাকআপ সিস্টেমের ধারণক্ষমতা বৃদ্ধির মাধ্যমে নেটওয়ার্ক সেবার মান উন্নতকরণ- এই দু’প্রকল্পের জন্য এই অর্থ চাওয়া হয়েছে। তবে বেশির ভাগ অর্থ বা ২০০ কোটি টাকাই হলো গ্রামপর্যায়ে টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্পের জন্য বলে পরিকল্পনা কমিশনের সংশ্লিষ্ট সূত্রে এবং অর্থ বিভাগের চিঠি থেকে জানা গেছে। প্রকল্পের কাজ মাঝপর্যায়ে রয়েছে। দু’দফা মেয়াদ বাড়িয়ে এখন ছয় বছরে উন্নীত করা হয়েছে বলে পরিকল্পনা কমিশন ও টেলিটক সূত্রে জানা গেছে।
অর্থ বিভাগের বাজেট শাখার উপসচিব মোহাম্মদ হাবিব উল্লাহ স্বাক্ষরিত চিঠিতে টেলিটক বাংলাদেশ লিমিটেড কর্তৃক বাস্তবায়নাধীন গ্রামপর্যায়ে টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণ এবং ৫জি সেবা প্রদানে নেটওয়ার্ক আধুনিকায়ন (প্রথম সংশোধিত) এবং ‘টেলিটক নেটওয়ার্ক বিটিএস সাইটের ডিসি পাওয়ার ব্যাকআপ সিস্টেমের ধারণক্ষমতা বৃদ্ধির মাধ্যমে নেটওয়ার্ক সেবার মান উন্নতকরণ’ শীর্ষক দু’টি প্রকল্পের ব্যয় বৃদ্ধির বিষয়ে মতামতে পরিকল্পনা কমিশন, কার্যক্রম বিভাগকে সম্মতি দিয়েছে।
কার্যক্রম বিভাগের প্রস্তাবমতে জিওবি বাবদ মোট ২০৮ কোটি ৯৯ লাখ টাকা বরাদ্দ প্রদানে অর্থ বিভাগের সম্মতি নির্দেশক্রমে জ্ঞাপন করা হলো।
জানা গেছে, গ্রামপর্যায়ে টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণ এবং ৫জি সেবা প্রদানে নেটওয়ার্ক আধুনিকায়ন (প্রথম সংশোধিত) ২০২১ সালে অনুমোদিত হয় এবং এর মেয়াদ ২০২৫ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছিল। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো গ্রামীণ অঞ্চলে টেলিযোগাযোগ সেবা, বিশেষ করে ৪জি ইন্টারনেট সুলভ মূল্যে পৌঁছে দেয়া এবং ৫জি প্রযুক্তির জন্য নেটওয়ার্ক আধুনিকায়ন করা। প্রকল্পটির খরচ দুই হাজার ২০৪ কোটি ৩৯ লাখ টাকা। ২০২৩ সালের জুনের মধ্যে প্রকল্পটি কাজ শেষ করার কথা ছিল; কিন্তু দুই বছর মেয়াদ বাড়িয়েও প্রকল্পটি সমাপ্ত করতে পারেনি। এখন ২০০ কোটি টাকা বরাদ্দ চাওয়া হচ্ছে।
প্রকল্পের প্রধান কাজের মধ্যে রয়েছে নতুন তিন হাজার বিটিএস সাইট তৈরি করা। এতে রুম, টাওয়ার, লক ইত্যাদি থাকছে। টেলিটকের নিজস্ব ৫০০ টাওয়ার এবং দুই হাজার ৫০০ টাওয়ার শেয়ারিং সাইট প্রস্তুত করা হবে। সেবা সক্ষমতা বাড়াতে ৩-জি ও ৪-জির বিদ্যমান দুই হাজার সাইটের যন্ত্রপাতির ধারণক্ষমতা বাড়ানো হবে। ফিক্সড ওয়্যারলেস এক্সেজ (এফডব্লিউএ) প্রযুক্তি স্থাপনের মাধ্যমে ঢাকার বাইরে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি অফিস-আদালতে ইন্টারনেট সেবা বাড়াতে পাঁচ হাজার এফডব্লিউএ ডিভাইস স্থাপন করা হবে।
এ ব্যাপারে গ্রামপর্যায়ে টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্পের পরিচালক মো: নিজাম উদ্দিন গতকাল রাতে মুঠোফোনে দৈনিক নয়া দিগন্তকে বলেন, প্রকল্পের মেয়াদ দুই বছর বাড়ানো হয়েছে। আগামী ২০২৭ সালের জুনে প্রকল্পটি শেষ হবে। তিনি বলেন, প্রকল্পের খরচ বাড়েনি। অনুমোদিত খরচের অর্ধেকই এখনো খরচ হয়নি।