হোয়াইট হাউজে মেলানিয়া সিনেমার ভিআইপি স্ক্রিনিং সম্পন্ন

মেলানিয়া ট্রাম্পের জীবন নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘মেলানিয়া’র এক বিশেষ প্রিভিউ এবং ভিআইপি স্ক্রিনিং হয়ে গেল হোয়াইট হাউজে। আগামী ৩০ জানুয়ারি সিনেমাটি মুক্তি পাওয়ার কথা।

Printed Edition

বিনোদন ডেস্ক

ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের জীবন নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘মেলানিয়া’র এক বিশেষ প্রিভিউ এবং ভিআইপি স্ক্রিনিং হয়ে গেল হোয়াইট হাউজে। আগামী ৩০ জানুয়ারি সিনেমাটি মুক্তি পাওয়ার কথা। এদিকে মার্কিন ফার্স্ট লেডি গত শনিবার রাতে হোয়াইট হাউজের ইস্ট রুমে পরিবার ও বন্ধুদের জন্য এই বিশেষ নৈশভোজ ও প্রদর্শনীর আয়োজন করেন।

জমকালো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাপল সিইও টিম কুক, আমাজন সিইও অ্যান্ডি জ্যাসি, জুম সিইও এরিক ইউয়ান, এএমডি সিইও লিসা সু, জর্ডানের রানি রানিয়া এবং কিংবদন্তি বক্সার মাইক টাইসন। এ ছাড়া পরিচালক ব্রেট র‌্যাটনার, মেলানিয়ার ছেলে ব্যারন ট্রাম্প এবং প্রখ্যাত আলোকচিত্রী এলেন ভন উনওয়ার্থ এতে অংশ নেন। হোয়াইট হাউজের মূল স্ক্রিনিং রুমটি সংস্কারের জন্য বন্ধ থাকায় ইস্ট রুমে পরিচালক র‌্যাটনারের সরাসরি তত্ত্বাবধানে একটি অত্যাধুনিক সাউন্ড সিস্টেম ও বিশাল পর্দা বসিয়ে অস্থায়ী থিয়েটার তৈরি করা হয়।

অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানায় একটি পূর্ণ সামরিক ব্যান্ড দল, যারা এই সিনেমার জন্য বিশেষভাবে কম্পোজ করা ‘মেলানিয়াস ওয়াল্টজ’ গানটি পরিবেশন করে। আভিজাত্যের ছোঁয়া দিতে অতিথিদের গ্লসি সাদা-কালো বক্সে পপকর্ন পরিবেশন করেন গ্লাভস পরা ওয়েটাররা, যাতে বাক্সে কোনো আঙুলের ছাপ না পড়ে। ৫৯ মিলিয়ন ডলার বাজেটের এই সিনেমাটি ২০২৫ সালের নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে অভিষেক দিবস পর্যন্ত মেলানিয়ার যাত্রা তুলে ধরেছে। সিনেমাটি দেখার পর অতিথিরা স্মৃতিচিহ্ন হিসেবে বিশেষভাবে ফ্রেম করা টিকিট সাথে নিয়ে যান। আগামী ২৯ জানুয়ারি কেনেডি সেন্টারে অফিশিয়াল প্রিমিয়ারের পর ৩০ জানুয়ারি থেকে এটি সাধারণ দর্শকদের জন্য প্রেক্ষাগৃহে উন্মুক্ত করা হবে।