নিজস্ব প্রতিবেদক
১৫ দিনের বিদেশ সফর শেষে আজ ভোরে দেশে ফিরছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান। সৌদি আরবে পবিত্র ওমরা পালন এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরের উদ্দেশ্যে গত ১৯ অক্টোবর ঢাকা ত্যাগ করেছিলেন তিনি।
জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার ফাইট অবতরণ করার কথা। এ সময় সংগঠনের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হবে।
নাসিরুদ্দিন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার প্রতিবাদ : জুলাই যোদ্ধা এবং এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারীর বিরুদ্ধে একটি রাজনৈতিক দলের জনৈক নেতা মামলা করায় তার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ এক বিবৃতিতে বলেন, আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ করছি, জুলাই যোদ্ধা ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারীর বিরুদ্ধে একটি রাজনৈতিক দলের জনৈক নেতা মামলা দায়ের করেছেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করার কারণে জুলাই যোদ্ধা নাসির উদ্দিন পাটওয়ারীকে জাতি শ্রদ্ধা ও সম্মান জানায়। তার বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় আমরা উদ্বিগ্ন। যারা বিরোচিত ভূমিকা পালন করে দেশকে স্বৈরশাসনের কবল থেকে উদ্ধার করেছেন, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করায় আমরা নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
মহিলাদের কুরআন তালিমের অনুষ্ঠানে হামলার প্রতিবাদ : চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের (গুলিসা) রাড়িগো ফুলের কাছের খান বাড়িতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের নিয়মিত কুরআন তালিম চলাকালে যুবদলের কর্মীদের হামলার ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মহিলা বিভাগীয় সেক্রেটারি অধ্যক্ষ নূরুন্নিসা সিদ্দীকা গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা প্রকাশ করছেন।
তিনি জানান, ওই বাড়িতে ২০ বছর ধরে নিয়মিত সাপ্তাহিক ও মাসিক কুরআন তালিম ও প্রশিক্ষণ পরিচালিত হয়ে আসছে। গত ২ নভেম্বর রোববার বিকেলে তালিম চলাকালে স্থানীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক মো: আছলামের নেতৃত্বে একদল যুবক বাড়িতে প্রবেশের চেষ্টা করে। পর্দানশীল মা-বোনেরা তাদের বাধা দিলে, তারা অশালীন ভাষায় গালাগালি শুরু করে এবং উপস্থিত মহিলাদের ভিডিও ধারণের চেষ্টা করে। একপর্যায়ে তারা দরজায় ধাক্কাধাক্কি ও লাথি মেরে বিশৃঙ্খলা সৃষ্টি করে। পরে মহিলাদের প্রতিবাদের মুখে তারা স্থান ত্যাগ করে। এ ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় মহিলা বিভাগীয় সেক্রেটারি অধ্যক্ষ নূরুন্নিসা সিদ্দীকা এক বিবৃতিতে বলেন, জুলাই বিপ্লব ২৪-পরবর্তী স্বৈরাচারমুক্ত বাংলাদেশে এই নব্য স্বৈরাচারী ও সন্ত্রাসী হামলা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। পর্দানশীল মা-বোনদের কুরআন তালিমে হামলা করা এক ঘৃণ্য ও নিন্দনীয় কাজ।
তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যুবদলের এই সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। তিনি আরো বলেন, নারী সমাজের ধর্মীয় শিক্ষা ও কুরআনের আলোচনায় হামলা করে কেউ ইসলামী দাওয়াতি কার্যক্রমকে বন্ধ করতে পারবে না। এই হামলা প্রমাণ করে, নৈতিক ও আদর্শিকভাবে পরাজিত একটি গোষ্ঠী সমাজে অস্থিরতা সৃষ্টি করে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চাইছে। আমরা এই ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি এবং আহত ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত মা-বোনদের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি।
 


