মার্কিন ২ উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আজ ঢাকা আসছেন

কূটনৈতিক প্রতিবেদক
Printed Edition
নিকোল চুলিক, অ্যান্ড্রু হেরাপ
নিকোল চুলিক, অ্যান্ড্রু হেরাপ

যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী তিন দিনের সফরে আজ বুধবার ঢাকা আসছেন। ট্রাম্প প্রশাসনের ক্ষমতা গ্রহণের পর এটাই যুক্তরাষ্ট্র থেকে উচ্চ পর্যায়ের প্রথম বাংলাদেশ সফর। এই সফরে বাংলাদেশে সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণ, যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপ, রোহিঙ্গা সঙ্কট নিরসন এবং মিয়ানমারের পরিস্থিতিসহ ঢাকা-ওয়াশিংটন দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে।

আজ সকালে প্রথমে ঢাকায় পৌঁছবেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক। পরে আরেকটি ফ্লাইটে আসবেন যুক্তরাষ্ট্রের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ। অ্যান্ডু হেরাপের সফরসঙ্গী হিসেবে মিয়ানমারে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সুসান স্টিভেনসনের যোগ দেয়ার কথা রয়েছে।

যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী সফরের প্রথমেই বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ঢাকায় মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সাথে আলোচনা করবেন। এর পর তারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করবেন। আগামীকাল বৃহস্পতিবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানসহ সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে কথা বলবেন যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশ সফরের সময় নিকোল চুলিক অন্তর্বর্তী সরকারের সংস্কারপ্রক্রিয়া, বিশেষ করে গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাষ্ট্রের সহায়তা নিয়ে আলোচনা করবেন। অন্য দিকে অ্যান্ড্রু হেরাপের সফরে মিয়ানমার ও রোহিঙ্গা পরিস্থিতি গুরুত্ব পাবে।

ট্রাম্প প্রশাসন বিভিন্ন খাতে আন্তর্জাতিক সহায়তা বন্ধের পর বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের অর্থায়ন পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সম্প্রতি দেশটি রোহিঙ্গাদের জন্য সাত কোটি ৩০ লাখ ডলারের অর্থ ছাড় করলেও আগামী দিনে মার্কিন অর্থায়ন নিয়ে অনিশ্চয়তা রয়েছে। অন্যদিকে বাংলাদেশের প্রধান রফতানি পণ্য তৈরী পোশাকের একক বৃহত্তম বাজার যুক্তরাষ্ট্র। বাংলাদেশের তৈরী পোশাকের ওপর আগে থেকেই যুক্তরাষ্ট্রের ১৫ শতাংশ শুল্ক ছিল। নতুন করে ৩৭ শতাংশ পাল্টা শুল্কারোপের পর বাংলাদেশের প্রধান এই রফতানি খাত নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। চীন ছাড়া বিশ্বের অন্যান্য দেশের জন্য যুক্তরাষ্ট্র পাল্টা শুল্ক তিন মাসের জন্য স্থগিত করেছে। এরই মধ্যে বাংলাদেশ আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমানোর উপায় খুঁজে বের করা, বিশেষ করে যুক্তরাষ্ট্র থেকে তুলা এবং অন্যান্য পণ্যের আমদানি বাড়ানোসহ অন্যান্য পদক্ষেপ নিয়ে আলোচনা শুরু করেছে। এই পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সফরে বাংলাদেশ ইস্যুটি গুরুত্বের সাথে তুলে ধরবে।