মস্কো আগামী ২ জুন দ্বিতীয় রাউন্ডের আলোচনায় বসতে চায়

ইউক্রেনকে ফের আলোচনার প্রস্তাব রাশিয়ার

রয়টার্স
Printed Edition

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, তারা আগামী ২ জুন তুরস্কের ইস্তাম্বুলে ইউক্রেনের সাথে সরাসরি আলোচনার পরবর্তী রাউন্ড আয়োজনের প্রস্তাব দিয়েছে। টেকসই শান্তি নিয়ে সমঝোতায় পৌঁছাতে এ আলোচনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তাদের আশা। রাশিয়ার প্রস্তাব নিয়ে তাৎক্ষণিকভাবে ইউক্রেনের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে চলা সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ থামাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপে চলতি মাসের শুরুতেই একবার ইস্তাম্বুলে বৈঠকে বসেছিলেন মস্কো ও কিয়েভের কর্মকর্তারা। ২০২২ সালের মার্চের পর এটিই ছিল বিবদমান দু’পক্ষের মধ্যে প্রথম কোনো সরাসরি বৈঠক। কিয়েভ ও তার মিত্ররা ১৬ মার্চের ওই বৈঠকে যুদ্ধবিরতি নিয়ে সমঝোতা প্রত্যাশা করলেও শেষ পর্যন্ত তা হয়নি। দুই পক্ষ শেষ পর্যন্ত কেবল এক হাজার করে যুদ্ধ বন্দিবিনিময়ে সম্মত হয়েছিল।