ক্রীড়া ডেস্ক
এক ম্যাচ হাতে রেখেই আগামী বছরের ফিফা বিশ্বকাপের খেলা নিশ্চিত করেছে মিসর। আর তা হয়েছে স্ট্রাইকার মোহাম্মদ সালাহর জোড়া গোলে। পরশু গ্রুপ ‘এ’-এর শীর্ষস্থান নিশ্চিত করতে শেষ দুই ম্যাচের মধ্যে একটি জয়ই যথেষ্ট ছিল মিসরের জন্য। নিরপেক্ষ ভেনু মরক্কোর কাসাব্লাঙ্কায় জিবুতির বিপক্ষে ৩-০ গোলের অনায়াস জয়ে মূলপর্ব নিশ্চিত করেছে তারা। এতে আট বছর পর বিশ্বকাপে ফিরল উত্তর আফ্রিকার দেশ মিসর। ২০১৮ সালেও সালাহ’র গোলে রাশিয়া বিশ^কাপে খেলার টিকিট পেয়েছিল তারা। আফ্রিকা থেকে এর আগে মরক্কো ও তিউনিসিয়া ২০২৬ বিশ্বকাপে খেলার টিকিট পায়।
অষ্টম মিনিটেই ফারাওরা এগিয়ে যায় ইব্রাহিম আদেলের হেডে। এরপর মাত্র ছয় মিনিট পর ট্রেজেগের পাস ধরে বল জালে পাঠান লিভারপুল তারকা সালাহ। এ মৌসুমে লিভারপুলের জার্সিতে সালাহর পারফরম্যান্স নিয়ে সমালোচনা থাকলেও জাতীয় দলের জার্সিতে ঠিকই সফল। প্রথমার্ধেই আরো একটি গোলের সুযোগ তৈরি করেছিলেন। কিন্তু বারের ওপর দিয়ে যায় শট। দ্বিতীয়ার্ধে খেলার গতি কিছুটা কমলেও শেষ দিকে দুর্দান্ত এক লব শটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন সালাহ। এ জয়ে আফ্রিকার তৃতীয় দল হিসেবে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে মিসর। তাদের আগে টিকিট কেটেছে মরক্কো ও তিউনিসিয়া। রেকর্ড সাত বারের আফ্রিকা কাপ অব নেশনস চ্যাম্পিয়ন মিসর বিশ্বকাপের মঞ্চে এর আগে মাত্র তিনবার ১৯৩৪, ১৯৯০ ও ২০১৮ সালে খেলেছে। বাছাইপর্বে ৯ ম্যাচে ২৩ পয়েন্ট পাওয়া মিসর গোল করেছে ১৯টি। এর ৯টিই করেছেন ৩৩ বছর সালাহ। এবারের বাছাইপর্বে আফ্রিকা অঞ্চলে সালাহই সর্বোচ্চ গোলদাতা। ১৯তম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপ খেলা নিশ্চিত করল মিসর। ৪৮ দলের বিশ্বকাপে বাকি আরো ২৭টি দল। মিসরের বিশ্বকাপ নিশ্চিত করার দিনে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের পথে দূরত্ব কমিয়ে এনেছে ঘানা ও কেপ ভার্দে। পরশু মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রকে ৫-০ গোলে হারিয়েছে ‘আই’ গ্রুপের শীর্ষ দল ঘানা। কাল শেষ ম্যাচে কমরোসের বিপক্ষে ১ পয়েন্ট পেলেই চলবে ঘানার।