খুলনায় বাস্তুহারা কলোনি উচ্ছেদ নিয়ে সংঘর্ষের ঘটনায় ২ মামলায় আসামি ৫০০

Printed Edition

খুলনা ব্যুরো

খুলনা মহানগরীর বাস্তুহারা কলোনি উচ্ছেদের অভিযানের সময় পুলিশের সাথে কলোনির বাসিন্দাদের সংঘর্ষের ঘটনায় ৭০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০০ জনকে আসামি করে নগরীর খালিশপুর থানায় দু’টি মামলা হয়েছে। গত রোববার রাতে নগরীর খালিশপুর থানায় খুলনা গৃহায়ণ কর্তৃপক্ষের উপসহকারী প্রকৌশলী আল মুজাহিদী মো: মাহসুদুল হক বাদি হয়ে ৩৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪০০-৫০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। অপর মামলাটি করেন খালিশপুর থানার এসআই কোটাল আজাদ। সে মামলায় ৩৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে।

খালিশপুর থানার ওসি মীর আতাহার আলী জানান, খুলনা গৃহায়ণ কর্তৃপক্ষের উপসহকারী প্রকৌশলী আল মুজাহিদী মো: মাহসুদুল হক মামলার এজাহারে উল্লেখ করেছেন, বাস্তুহারা কলোনির অবৈধ দখলদার উচ্ছেদের অভিযানে যাওয়ার পর সঙ্ঘবদ্ধভাবে দখলদাররা গুণ্ডা বাহিনী নিয়ে সরকারি কাজে বাধা প্রদান ও বুলডোজার ভাঙচুর করে, পুলিশ-র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ইটপাটকেল ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ অন্তত ১৫-২০ জন আহত হয়।

অপর দিকে উচ্ছেদ অভিযানকালে অবৈধ দখলদাররা সঙ্ঘবদ্ধভাবে লাঠিসোটা ও ইট-পাটকেল নিয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা চালিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকজন সদস্যকে আহত করার অভিযোগে খালিশপুর থানার এসআই কোটাল আজাদ পৃথক আরেকটি মামলা দায়ের করেন।

উল্লেখ্য, নগরী ৯ নম্বর ওয়ার্ডের বয়রা হাউজিং এস্টেট, সি ব্লকে (বাস্তুহারা মুক্তিযোদ্ধা কলোনি) অবৈধ উচ্ছেদ অভিযানের ঘটনাকে কেন্দ্র করে গত রোববার সকালে পুলিশ ও কলোনিবাসীর মধ্যে ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের প্রায় ৫০ জন আহত হন।