মিডল ইস্ট মনিটর
মরক্কোর রাজধানী রাবাতসহ অন্তত এক ডজন শহরে হাজার হাজার তরুণ-তরুণী রাস্তায় নেমে এসেছেন ‘জেন জেড ২১২’ আন্দোলনের ব্যানারে। তারা শিক্ষা ও স্বাস্থ্য খাতে সংস্কার, দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ এবং পূর্ববর্তী বিক্ষোভে আটককৃতদের মুক্তির দাবি জানাচ্ছেন। এই তরুণদের দাবি, তারা রাজনৈতিক দল বা ঐতিহ্যবাহী সংগঠনের মাধ্যমে নয়, সরাসরি জনগণের কণ্ঠস্বর হিসেবে কাজ করছেন।
রাবাত, কাসাব্লাঙ্কা, তাঞ্জিয়ের মতো শহরে ‘স্বাধীনতা, মর্যাদা, সামাজিক ন্যায়’ এবং ‘বন্দীদের মুক্তি চাই’- এই স্লোগানে মুখরিত হয়েছে রাজপথ। আন্দোলনকারীরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ও সাপ্তাহিক বিক্ষোভের মাধ্যমে তাদের দাবি তুলে ধরছেন। ‘জেন জেড ২১২’ নামের এই অনলাইন-ভিত্তিক যুব সংগঠন গত সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার পর কিছুদিন বিরতি দিয়ে আবার সক্রিয় হয়েছে।
তরুণদের এই আন্দোলন মরক্কোর রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় নতুন মাত্রা যোগ করেছে। তারা বলছেন, প্রচলিত রাজনৈতিক কাঠামো তাদের সমস্যার সমাধান করতে ব্যর্থ হয়েছে। তাই তারা সরাসরি জনগণের দাবি নিয়ে রাস্তায় নেমেছেন। আন্দোলনকারীরা সরকারের পদত্যাগেরও দাবি জানিয়েছেন, যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তারা সংস্কার প্রক্রিয়া ত্বরান্বিত করছেন।
আন্দোলনের অন্যতম বৈশিষ্ট্য হলো এর বিকেন্দ্রীকরণ ও ডিজিটাল সংগঠনের ওপর নির্ভরতা। সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠিত এই তরুণরা কোনো নির্দিষ্ট নেতা বা রাজনৈতিক দলের ছায়ায় নয়; বরং সমষ্টিগত নেতৃত্বের ভিত্তিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।



