বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর বিজয় অডিটোরিয়ামে গত বৃহস্পতিবার ডিজাস্টার ম্যানেজমেন্ট এক্সারসাইজের সমাপনী অনুষ্ঠান হয়। বিইউপির ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড রেজিলিয়েন্স (ডিএমআর) বিভাগ এ আয়োজন করে।
দুই দিনব্যাপী এ আয়োজনে দেশের সাতটি বিশ্ববিদ্যালয়ের ১৮টি দল সক্রিয়ভাবে অংশ নেয়। তারা ভূমিকম্প মোকাবেলায় কার্যকর প্রস্তুতি ও প্রতিরোধব্যবস্থা নিয়ে মতবিনিময় করে এবং সৃজনশীল ধারণা উপস্থাপন করে।
দুই দিনব্যাপী এই কর্মসূচিতে প্যানেল আলোচনা, পোস্টার প্রদর্শনী এবং টেবিল-টপ এক্সারসাইজ (টিটিএক্স)-এর মাধ্যমে অংশগ্রহণকারীরা নগর এলাকায় ভূমিকম্প মোকাবেলায় নতুন কৌশল ও নীতিগত প্রস্তাবনা তুলে ধরেন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউপির ভিসি মেজর জেনারেল মো: মাহ্বুব-উল আলম।
ভিসি একটি সহনশীল ও প্রস্তুত জাতি গঠনে দুর্যোগ ব্যবস্থাপনা শিক্ষার অপরিহার্যতা এবং ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে বিশ্ববিদ্যালয়গুলো কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ী দলগুলোর হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেয়া হয়। এ ছাড়াও অনুষ্ঠানে বিইউপির ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথি ও দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।