চান্দিনা ও নগরকান্দায় ছিনতাইকারী ও চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

কুমিল্লার চান্দিনা ও ফরিদপুরের নগরকান্দায় ছিনতাইকারী ও চোর সন্দেহে পৃথক দুই ঘটনায় দুই যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। উভয় ঘটনাই স্থানীয়ভাবে চাঞ্চল্য সৃষ্টি করেছে।

চান্দিনা (কুমিল্লা) সংবাদদাতা জানান, রোববার মধ্য রাতে চান্দিনার বরকরই ইউনিয়নের চাঁদসার গ্রামে মুছা (২৬) নামে এক যুবককে ছিনতাইকারী সন্দেহে বাড়ি থেকে ধরে এনে গণপিটুনি দেয় স্থানীয় কয়েকজন। সোমবার দুপুরে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত মুছা কাদুটি গ্রামের আলাউদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ দিন আগে মোবাইল ব্যবসায়ী ময়নাল হোসেনের কাছ থেকে ছিনতাই হওয়া সাড়ে তিন লাখ টাকা ও কয়েকটি মোবাইল ফোনের ঘটনায় মুছাকে সন্দেহ করা হয়। মুছা কয়েক দিন বাড়ি না থাকায় সন্দেহ আরো বাড়ে। রোববার গভীর রাতে সে বাড়ি ফিরলে রাত সাড়ে ১২টার দিকে ময়নাল, তোফাজ্জলসহ কয়েকজন তাকে বাড়ি থেকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করে। চান্দিনা থানার ওসি জাবেদ উল ইসলাম জানান, ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। তদন্ত শেষে ব্যবস্থা নেয়া হবে।

নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা জানান, সোমবার গভীর রাতে ফরিদপুরের নগরকান্দার রামনগর ইউনিয়নের দেবীনগর চৌরাস্তা এলাকায় চোর সন্দেহে গণপিটুনিতে শাহীন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। স্থানীয় সূত্র জানায়, রাতের অন্ধকারে পাঁচজন চুরি করতে এসেছে এমন সন্দেহে এলাকাবাসী তাদের চারজনকে আটক করে মারধর করেন। গুরুতর আহত শাহীন ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন এবং পরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে তিনি মারা যান। নিহত শাহীন গজগাঁ গ্রামের মোস্তফা সেখের ছেলে। আহত তিনজন পারভেজ (২১), সুমন (২৫) ও ইনামুল (২৬)। অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল জানান, এখনো কোনো মামলা হয়নি, আইনগত প্রক্রিয়া চলছে। নগরকান্দা থানা পুলিশ বলেছে, ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্টদের চিহ্নিত করতে তদন্ত অব্যাহত রয়েছে।