সিরাজগঞ্জ ৪ আসনে রফিকুল ইসলাম খানের মনোনয়নপত্র বৈধ

Printed Edition

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খানের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা বৈধ ঘোষণা করেছেন। গতকাল রোববার সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো: আমিনুল ইসলাম এ ঘোষণা দেন। এ সময় মাওলানা রফিকুল ইসলাম খানসহ অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রার্থী, কর্মী-সমর্থকসহ সবাইকে প্রশাসনের সাথে প্রয়োজনীয় সহযোগিতা করতে হবে; কিন্তু অত্যন্ত উদ্বেগজনক বিষয় হলো কিছু মহল এখনো পেশিশক্তি প্রয়োগের চেষ্টা করছে। পেশিশক্তির পরিবর্তে গণতন্ত্রের সৌন্দর্য রায় সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।

প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, এখনো অনেক ক্ষেত্রে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত হয়নি। সব দল ও প্রার্থীর জন্য সর্বস্তরে সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের অন্যতম দায়িত্ব। কালো টাকা ও পেশিশক্তি ব্যবহার করে একটি মহল নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে, যা রোধে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।