নিজেরই সুরে অংকনের নতুন গান ‘আসমানের চাঁন’

বিনোদন প্রতিবেদক
Printed Edition
নিজেরই সুরে অংকনের নতুন গান ‘আসমানের চাঁন’
নিজেরই সুরে অংকনের নতুন গান ‘আসমানের চাঁন’

বলা যায় আমেরিকাতেই স্বামীকে সঙ্গে নিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী অংকন ইয়াসমীন। আমেরিকাতেই কিছুদিন আগে অনুষ্ঠিত হওয়া ‘ঢালিউড অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে সঙ্গীতশিল্পী হিসেবে সম্মাননাতেও ভূষিত হয়েছেন অংকন। তবে আমেরিকায় যাবার পর প্রথম যে গানটি তিনি করেছিলেন সেই গানটিই অবশেষে গতকাল প্রকাশিত হয়েছে একটি ইউটিউব চ্যানেলে। গানের শিরোনাম ‘আসমানের চাঁন’। গানের কথা লিখেছেন সুহেল খান। সুর করেছেন অংকন ইয়াসমীন নিজেই। মিউজিক করেছেন অংকনের স্বামী অভিজিৎ জিতু। এই গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে আছেন রাহাত ও মিম। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সালমান আহমেদ সোহাগ। গানটি প্রসঙ্গে অংকন ইয়াসমীন বলেন, ‘গানের শিরোনামটাই আমার ভীষণ পছন্দ হয়েছে, আসমানের চাঁন। গানের কথাও আমার ভীষণ পছন্দ হয়েছে। যে কারণে গানের সুরটা করতেও ভীষণ ভালো লেগেছে। আমি সাধারণত ফোক গান গাইতেই স্বাচ্ছন্দ্যবোধ করি। আসমানের চাঁন ফোক ঘরানারই গান। নিজেরই সুর যেহেতু তাই গাইতেও ভীষণ ভালো লেগেছে। আর অভিজিৎয়ের মিউজিক সবসময়ই আমার ভীষণ ভালোলাগার। যেহেতু গানটির সুর আমার করা তাই অভিজিৎও কাজটা আরো অধিক মনোযোগ দিয়েই করেছে। আমি খুব খুব আশাবাদী গানটি নিয়ে। ধন্যবাদ গীতিকার সুহেল খানকে আমার উপর আস্থা রাখার জন্য। আমেরিকাতে আসার পর এটাই আমার প্রথম কাজ ছিল এটি। তাই এই গানটির প্রতি আলাদা ভালোলাগাও রয়েছে।’ এদিকে গত ১৫ মে প্রকাশিত হয়েছে অংকনের কণ্ঠে কাভার সং ‘আমার গলার হার’। এই গানটিরও মিউজিক অ্যারেঞ্জম্যান্ট করেছেন অভিজিৎ জিতু। এরই মধ্যে আমেরিকাতে গোপালগঞ্জ অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে মুগ্ধ করেছেন সবাইকে অংকন। এ জন্য অংকন হাসনা আহমেদ ও এজেডএম আহমেদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেন। এদিকে কিছুদিন আগেই জীবনে প্রথম হলিউডে গিয়েছিলেন অংকন। আর হলিউড দেখার সুযোগ করে দিয়েছিলেন বাংলাদেশের বিক্রমপুরের সন্তান খান মোহাম্মদ আলী, যিনি দীর্ঘদিন ধরে আমেরিকায় সপরিবারে বসবাসরত। অংকন খান মোহাম্মদ আলীর কাছে এ জন্য ভীষণ কৃতজ্ঞতাও প্রকাশ করেন। কিছুদিন আগে তার গুরু শফি মণ্ডল আমেরিকাতে গিয়েছিলেন। সেই সময়টা গুরুর সঙ্গে বিভিন্ন শোতে দারুণ কেটেছে বলে জানান অংকন। অংকনের খুব স্বপ্ন ছিল গিটার শেখার। ইচ্ছে ছিল প্রয়াত লাকি আখন্দের কাছে গিটার শেখার। কিন্তু যখন শেখার প্রবল আগ্রহ হলো তখনই চলে গেলেন লাকি আখন্দ। তাই সেই স্বপ্ন আর পূরণ হলো না অংকনের।