চরফ্যাসন (ভোলা) সংবাদদাতা
ভোলার চরফ্যাসন উপজেলায় জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণায় গতকাল সোমবার বেলা ১১টায় বিএনপি নেতাকর্মীরা হামলা চালিয়েছে। এ হামলায় জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছে বলে দলীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে।
জামায়াত কর্মীরা উপজেলার জিন্নাঘড় ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে দাড়িপাল্লা মার্কার প্রচারণায় গেলে বিএনপি নেতাকর্মীরা তাদের ওপরে এ হামলা করে। হামলায় অর্ধশতাধিক আহতদের মধ্যে সাত-আটজনের অবস্থা গুরুতর। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নেয়ার পথে পুনরায় বিএনপি নেতাকর্মীরা হামলা চালায়।
এ হামলার তীব্র নিন্দা জানিয়ে উপজেলা জামায়তের আমির অধ্যক্ষ মীর শরীফ হুসাইন বলেন বিএনপি জাতীয় নির্বাচনে পরাজয় নিশ্চিত ভেবে জমায়াতের নেতাকর্মীদের ওপর এ ধরনের হামলা চালাচ্ছে। তিনি হামলাকারীদেরকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।
চরফ্যাসন থানার ওসি হারুন অর রশিদ জানান, লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



