লালপুরে জামায়াতের ব্যানার পোড়ানোর অভিযোগ

Printed Edition
লালপুরে জামায়াতের ব্যানার পোড়ানোর অভিযোগ
লালপুরে জামায়াতের ব্যানার পোড়ানোর অভিযোগ

লালপুর (নাটোর) সংবাদদাতা

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদের নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা সম্বলিত ব্যানার ছিঁড়ে পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিবাগত রাতে লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার মধুবাড়ি এবং ঈশ্বরদী ইউনিয়নের ভাটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে দাবি করা হয়েছে। ঘটনার পর স্থানীয় জামায়াত নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা এ ঘটনাকে পরিকল্পিত নাশকতা হিসেবে উল্লেখ করে প্রতিবাদ জানান।

জামায়াত মনোনীত প্রার্থী ও লালপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল কালাম আজাদ বলেন, শুক্রবার বিকেলে তার কর্মী-সমর্থকেরা বিভিন্ন এলাকায় ব্যানার ছেঁড়া ও পোড়ানো অবস্থায় দেখতে পান। তিনি জানান, বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। একই সাথে কর্মী-সমর্থকদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা আশা করি, প্রতিপক্ষ প্রার্থী তাদের সমর্থকদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত রাখবেন।’ তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। দলটির স্থানীয় নেতারা অবিলম্বে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন। তাদের ভাষ্য, এ ধরনের সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ড নির্বাচনের পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করবে। এ বিষয়ে লালপুরের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জুলহাস হোসেন সৌরভ বলেন, বিষয়টি তিনি শুনেছেন। নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে সবাইকে এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।