ধানক্ষেতে এলিয়েন

Printed Edition
ধানক্ষেতে এলিয়েন
ধানক্ষেতে এলিয়েন

যাইদ আল মারুফ

আদিল দ্বিতীয় শ্রেণীতে পড়ে। সে খুব নম্র স্বভাবের। স্কুল ছুটির পর প্রায়ই সে বাবার সাথে ক্ষেতে কাজ করত। হঠাৎ একদিন তার বাবা অসুস্থ হয়ে পড়ে। তাই সে একাই ধানক্ষেতে এলো কাজ করতে। সে মন দিয়ে ধানক্ষেত পরিষ্কার করছিল। সে মুহূর্তে আকাশ থেকে বিকট শব্দ শুনতে পেল। আদিল দৌড়ে ধানক্ষেত থেকে রাস্তায় উঠে গেল। সে দেখতে পেল তাদের ধানক্ষেতের উপর একটা গোলাকার আকৃতির বিমান। বিমান থেকে পরপর নেমে এলো তিনটি এলিয়েন। এলিয়েনরা আদিলের সামনে এলো। আদিল ভয় না পেয়ে সাহস নিয়ে বলল, ‘কে তোমরা? কেন এসেছ?’ তখন এক এলিয়েন বলল, ‘আমরা অন্য গ্রহ থেকে এসেছি। আমরা কিছুক্ষণ আগেই সিগন্যাল পেলাম, দুষ্ট পঙ্গপালের এক বিশাল ঝাঁক তোমাদের ধানক্ষেতের দিকে আসছে। তারা নিমেষেই তোমাদের ধানক্ষেতের ওপর আক্রমণ করবে। তখন সারা গ্রামে দুর্দশা নেমে আসবে এবং না খেয়ে থাকবে অনেক পরিবার।’ এলিয়েনের কথা শুনে আদিলের চোখ বড় বড় হয়ে গেল। আদিল দিশেহারা হয়ে বলল, তাহলে এখন কী হবে? এলিয়েন বলল, ‘দুশ্চিন্তার কিছু নেই, এই নাও! স্প্রে, এটা তোমাদের ধানক্ষেতে ছড়িয়ে দাও।’ আদিল স্প্রে নিয়ে বাড়িতে দৌড়ে এলো। বাড়িতে সবাইকে জড়ো করল এবং সবকিছু খুলে বলল। সবাই দেরি না করে ধানক্ষেতের দিকে দৌড়ে গেল। স্প্রে-টা নিয়ে সব ধানক্ষেতে ছিটিয়ে দিলো। এখন পঙ্গপাল আসার সময় হলো। এলিয়েনরা বলল, ‘সবাই নিরাপদ স্থানে গিয়ে দাঁড়াও।’ কিছুক্ষণের মধ্যেই হাজার হাজার পঙ্গপাল ধানক্ষেতে হাজির হলো। সবাই লুকিয়ে লুকিয়ে পরিস্থিতি দেখছিল। পঙ্গপালের রাজা তাদের আক্রমণ করার হুকুম দিলো। সাথে সাথে হাজার হাজার পঙ্গপাল ধানের শিষে গিয়ে বসে পড়ল। ততক্ষণে ¯েপ্রটার বিষাক্ত গ্যাস তীব্রতর হয়ে ওঠে এবং মুহূর্তের মধ্যে সব পঙ্গপালের ঝাঁক মাটিতে লুটিয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় সবাই ঝোপঝাড় থেকে বেরিয়ে আসে। আদিলসহ গ্রামের সবাই এলিয়েনদের কৃতজ্ঞতা জানাল। এলিয়েনরা পরোপকার করতে পেরে অনেক আনন্দ পেল। এরপর তারা তাদের বিমানে উঠে গেল এবং অটোমেটিক তাদের বিমানের দরজা বন্ধ হয়ে গেল। তারা সেখান থেকে দূর আকাশের দিকে চলে গেল এবং গ্রামবাসী ফিরে এলো নিজ নিজ ঘরে।