অঘটনের রাত ইউরোপে

Printed Edition

ক্রীড়া ডেস্ক

কিলিয়ান এমবাপ্পের অনুপস্থিতিতে জয়ও পেল না ফ্রান্স। তাকে ছাড়া খেলতে নেমে ফিনিশিংয়েও ভুগতে হলো বিশ্বকাপ জয়ীদের। তার পরও ম্যাচে প্রথমে পিছিয়ে পড়ে পাঁচ মিনিটের দুই গোলে এগিয়ে গিয়েছিল দিদিয়ের দেশমের দল। তবে ঘরের মাঠে উজ্জীবিত ফুটবলে ‘ডি’ গ্রুপে ফ্রান্সকে ২-২ গোলে রুখে মূল্যবান পয়েন্ট আদায় করে নিলো আইসল্যান্ড। ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ ২০২৬ বাছাইয়ে এদিন কষ্টের জয় পেয়েছে জার্মানি। ইউক্রেনকে হারিয়েছে কসোভো। কাজাখস্তানে আটকা পড়ল নর্থ মেসিডোনিয়া। ‘জে’ গ্রুপে শীর্ষে আছে বেলজিয়াম।

নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে নিক ওল্টেমেডের একমাত্র গোলে ‘এ’ গ্রুপে ৪ ম্যাচ শেষে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে জার্মানি। গ্রুপের অন্য ম্যাচে লুক্সেমবার্গকে ২-০তে হারিয়ে সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে দুইয়ে সেøাভাকিয়া। ‘জে’ গ্রুপে ওয়েলসকে তাদেরই মাঠে কেভিড ডি ব্রাইনার জোড়া, থমাস মিউনিয়ার ও লিয়ান্দ্রো ট্রোজার্ডের গোলে ৪-২ ব্যবধানে হারিয়েছে বেলজিয়াম। এই জয়ে ছয় ম্যাচ শেষে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে তারা। গ্রুপের অন্য ম্যাচে নর্থ মেসিডোনিয়ার বিপক্ষে দীনমুখেদ কারামানের গোলে এগিয়ে প্রথমে এগিয়ে গিয়েছিল কাজাখস্তান। তবে স্বাগতিকদের সমতায় ফেরান এনিস বর্ধী। এই ড্র’র পরও এক ম্যাচ বেশি খেলে বেলজিয়ামের চেয়ে এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় মেসিডোনিয়া। ‘বি’ গ্রুপে সেøাভেনিয়ার মাঠে গোল শূন্য ড্র করেও ৪ ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে সুইজারল্যান্ড। গ্রুপের অন্য ম্যাচে ফিসনিক আসলানির একমাত্র গোলে ১-০তে সুইডেন জয় করে ফিরেছে কসোভো। এই জয়ে গ্রুপে সুইসদের পরে ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে কসোভো। ‘ডি’ গ্রুপের আজারবাইজানকে ২-১ ব্যবধানে হারিয়ে ফ্রান্সের পরেই ৭ পয়েন্ট নিয়ে আছে ইউক্রেন।

আইসল্যান্ডের মাঠ লাউগারডালসভোলুরেতে চোটের কারণে এমবাপ্পেকে ছাড়া খেলতে নামে ফ্রান্স। এ দিন আজারবাইজানকে ৩-০ গোলে হারানো ম্যাচ থেকে একাদশে সাতটি পরিবর্তন আনেন কোচ দেশম। তবে ম্যাচে দ্বিতীয় মিনিটেই গোলের প্রথম সুযোগ পায় ফ্রান্স। তাতে কাজ হয়নি। পিছিয়ে পড়া ফ্রান্স এরপর ২-১ এ লিড নিলেও পরবর্তীতে আইসল্যান্ড স্কোর ২-২ করে।