চট্টগ্রামের প্রথম আইএসও ১৫১৮৯ এক্রিডিটেশনপ্রাপ্ত ল্যাব এপিক হেলথ কেয়ার লিমিটেডের সাথে সিনিয়র সিটিজেন ক্লাবের মধ্যে স্বাস্থ্যসেবা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই স্বাস্থ্যসেবা চুক্তির আওতায় সিনিয়র সিটিজেন ক্লাবের পরিচালক, সদস্য, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারবর্গ এপিক হেলথ কেয়ার লিমিটেড থেকে বিশেষ ছাড়ে আধুনিক, ঝামেলামুক্ত ও নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা ও রোগনির্ণয় সুবিধা গ্রহণ করতে পারবেন। সিনিয়র সিটিজেন ক্লাবের পক্ষে ক্লাবের আহ্বায়ক প্রফেসর ডক্টর সুলতান আহমেদ এবং এপিক হেলথ কেয়ার লিমিটেডের পক্ষে এক্সিকিউটিভ ডিরেক্টর টি এম হান্নান নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে এই চুক্তিতে স্বাক্ষর করেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এপিক হেলথ কেয়ার লিমিটেডের নিজস্ব কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষর হয়।
এ সময় করপোরেট ও সিনিয়র সিটিজেনদের জন্য মানসম্মত, সাশ্রয়ী এবং সময়োপযোগী স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উপর বিশেষভাবে আলোকপাত করা হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ক্লাবের সদস্যসচিব মন্জুর আলম চৌধুরী ও ক্লাবের অন্য সদস্যরা এবং এপিক হেলথ কেয়ার লিমিটেডের ডিজিএম ডা: সোমেন পালিত এবং ডেপুটি ম্যানেজার মো: ইমতিয়াজ শানু প্রমুখ। বিজ্ঞপ্তি।



