নওগাঁয় একদিনে স্কুলছাত্রীসহ তিন লাশ উদ্ধার

Printed Edition

নওগাঁ প্রতিনিধি

নওগাঁ জেলায় একদিনে তিনটি পৃথক স্থানে তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে সাপাহার, পোরশা ও রাণীনগর উপজেলায় এসব লাশ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে রয়েছেন এক বৃদ্ধ, এক স্কুলছাত্রী ও এক যুবক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সাপাহার উপজেলার পিছলডাঙ্গা (মলপাড়া) গ্রামের খালে ভাসমান অবস্থায় হাত-পা বাঁধা নুরুল ইসলাম (৭৩) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করে পুলিশ। একই দিন সকালে পোরশা উপজেলার এক আমবাগান থেকে স্কুলছাত্রী সুমাইয়ার (৯) লাশ এবং রানীনগর উপজেলার পারইল গ্রাম থেকে মেহেদী হাসান (২৯) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়।

সাপাহার থানার পুলিশ জানায়, নিহত নুরুল ইসলাম ওই গ্রামের মৃত আজির উদ্দিনের ছেলে। বুধবার ফজরের নামাজ পড়ার জন্য তিনি বাড়ি থেকে বের হন, এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। পরিবারের লোকজন দিনভর খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গ্রামের দণি পাশের খালে তার লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় এবং পরে সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সাপাহার থানার ওসি আবদুল আজিজ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। বৃদ্ধকে শ্বাসরোধ বা অন্য কোনোভাবে হত্যা করে হাত-পা বেঁধে খালে ফেলে দেয়া হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে সকালে আমবাগান থেকে সুমাইয়া নামে ৯ বছরের এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করে পোরশা থানার পুলিশ। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে। অপরদিকে, রানীনগর উপজেলার পারইল গ্রামে নিজ বাড়ির পাশের মাঠ থেকে মেহেদী হাসানের (২৯) লাশ উদ্ধার করা হয়। পুলিশ বলছে, তিনটি মৃত্যুকেই সন্দেহজনক বলে মনে হচ্ছে। এ ব্যাপারে আলাদা তিন থানায় তিনটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।